ছাত্রের শংসাপত্রে ‘চরিত্রহীন’ লিখে বিতর্কে স্কুল

লখনউ: স্কুলের ঝগড়া৷ আর তার জেরেই ছাত্রের শংসাপত্রে লিখে দেওয়া হল চরিত্রহীন৷ ৯ বছরের ছাত্রর ট্রান্সফার সর্টিফিকেটে চরিত্রহীন শব্দটি লিখে চূড়ান্ত বিতর্কে স্কুল কর্তৃপক্ষ৷ ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গোন্ডা জেলার সরকারি স্কুলে৷ জানা গিয়েছে, গত মাসে ক্লাসের কয়েকজন বন্ধুর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্র৷ ঘটনার পরেই ছাত্রের অভিভাবক বিষয়টি স্কুলের প্রধানশিক্ষককে

ছাত্রের শংসাপত্রে ‘চরিত্রহীন’ লিখে বিতর্কে স্কুল

লখনউ: স্কুলের ঝগড়া৷ আর তার জেরেই ছাত্রের শংসাপত্রে লিখে দেওয়া হল চরিত্রহীন৷ ৯ বছরের ছাত্রর ট্রান্সফার সর্টিফিকেটে চরিত্রহীন শব্দটি লিখে চূড়ান্ত বিতর্কে স্কুল কর্তৃপক্ষ৷ ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গোন্ডা জেলার সরকারি স্কুলে৷

জানা গিয়েছে, গত মাসে ক্লাসের কয়েকজন বন্ধুর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্র৷ ঘটনার পরেই ছাত্রের অভিভাবক বিষয়টি স্কুলের প্রধানশিক্ষককে জানান৷ কিন্তু প্রধান শিক্ষক সেই অভিযোগে কোনও কর্ণপাত করেননি৷ এরপরেই ক্ষুব্ধ অভিভাবক ছেলেকে সেই স্কুল ছাড়িয়ে নিয়ে আসার কথা জানান৷  ট্রান্সফার সার্টিফিকেট চাওয়া হলে শংসাপত্রে গোটা গোটা করে ছাত্রটি ‘চরিত্রহীন’ বলে উল্লেখ করা হয়৷

পরিবারের অভিযোগ, শিক্ষকের আচরণের প্রতিবাদ জানানোর শাস্তি হিসাবেই এই ঘটনা ঘটানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *