কলকাতা: প্রকাশিত হল এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল৷ তবে এই বছর নেই কোনও মেধা তালিকা৷ করোনা পরিস্থিতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ করা সম্ভব হয়নি৷ অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতেই এই ফল প্রকাশিত হওয়ায় এবার উচ্চমাধ্যমিকে মেধা তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি৷ তবে যে সকল ছাত্রছাত্রী বাকি থাকা পরীক্ষা দিতে ইচ্ছুক, তাদের কাছে পরীক্ষা দেওয়ার পথ খোলা থাকছে বলে জানালেন পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস৷
তিনি জানান, কোনও পরীক্ষার্থী যদি বাকি থাকা লিখিত পরীক্ষাগুলি দিতে চায়, তাহলে তাদের কাছে সেই সুযোগ রয়েছে৷ সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে বাকি পরীক্ষার বিষয়ে চিন্তাভাবনা করা যেতে পারে৷ তবে এই বিষয়ে এখনই কোনও পরিকল্পনা করা হয়নি৷ শীঘ্রই যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, সেক্ষেত্রে সরকারের সঙ্গে পরামর্শ করে এবং ছাত্রছাত্রীদের কথা ভেবে যতটা সহযোগিতা করা সম্ভব, ততটাই করা হবে৷ তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনও কথা বলা সম্ভব নয় বলেও জানান তিনি৷ তাঁর কথায়, পরিস্থিতি স্বাভাবিক না হলে কোনও কিছু করা সম্ভব নয়৷
উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ১২ মার্চ৷ কিন্তু করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে ২৩, ২৫ এবং ২৭ মার্চের পরীক্ষা স্থগিত হয়ে যায়৷ পরে ঠিক হয় জুলাই মাসের ২, ৬ এবং ৮ তারিখ বাকি থাকা পরীক্ষাগুলি নেওয়া হবে৷ কিন্তু পরবর্তী সময়েও সেটাও বাতিল হয়ে যায়৷ মোট ১৪টি বিষয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি৷
আগামী বছর কবে হবে উচ্চমাধ্যমিক? এই প্রশ্নেরও কোনও উত্তর মেলেনি৷ মাধ্যমিকের ন্যায় আগামী বছর উচ্চমাধ্যমিকের দিনক্ষণও জানানো হয়নি৷ শিক্ষা সংসদের সভাপতি বলেন, এই পরিস্থিতিতে পরের বছর কবে উচ্চমাধ্যমিক হবে, তা বলা সম্ভব নয়৷ এদিকে, আগামী বছর রয়েছে বিধানসভা নির্বাচন৷ তার আগে কি সন্তর্পনে এগোতে চাইছে রাজ্য? নির্বাচনকে পাখির চোখ করেই এই সিদ্ধান্ত কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াকিবহাল মহল৷