এখনও দেওয়া যাবে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা, আধরা আগামী বছরের নির্ঘণ্ট  WBCHSE HS Result 2020

এখনও দেওয়া যাবে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা, আধরা আগামী বছরের নির্ঘণ্ট  WBCHSE HS Result 2020

কলকাতা: প্রকাশিত হল এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল৷ তবে এই বছর নেই কোনও মেধা তালিকা৷ করোনা পরিস্থিতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ করা সম্ভব হয়নি৷ অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতেই এই ফল প্রকাশিত হওয়ায় এবার উচ্চমাধ্যমিকে মেধা তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি৷ তবে যে সকল ছাত্রছাত্রী বাকি থাকা পরীক্ষা দিতে ইচ্ছুক, তাদের কাছে পরীক্ষা দেওয়ার পথ খোলা থাকছে বলে জানালেন পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস৷ 

তিনি জানান,  কোনও পরীক্ষার্থী যদি বাকি থাকা লিখিত পরীক্ষাগুলি দিতে চায়, তাহলে তাদের কাছে সেই সুযোগ রয়েছে৷ সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে বাকি পরীক্ষার বিষয়ে চিন্তাভাবনা করা যেতে পারে৷ তবে এই বিষয়ে এখনই কোনও পরিকল্পনা করা হয়নি৷ শীঘ্রই যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, সেক্ষেত্রে সরকারের সঙ্গে পরামর্শ করে এবং ছাত্রছাত্রীদের কথা ভেবে যতটা সহযোগিতা করা সম্ভব, ততটাই করা হবে৷ তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনও কথা বলা সম্ভব নয় বলেও জানান তিনি৷ তাঁর কথায়, পরিস্থিতি স্বাভাবিক না হলে কোনও কিছু করা সম্ভব নয়৷

 

উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ১২ মার্চ৷ কিন্তু করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে ২৩, ২৫ এবং ২৭ মার্চের পরীক্ষা স্থগিত হয়ে যায়৷ পরে ঠিক হয় জুলাই মাসের ২, ৬ এবং ৮ তারিখ বাকি থাকা পরীক্ষাগুলি নেওয়া হবে৷ কিন্তু পরবর্তী সময়েও সেটাও বাতিল হয়ে যায়৷ মোট ১৪টি বিষয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি৷

আগামী বছর কবে হবে উচ্চমাধ্যমিক? এই প্রশ্নেরও কোনও উত্তর মেলেনি৷ মাধ্যমিকের ন্যায় আগামী বছর উচ্চমাধ্যমিকের দিনক্ষণও জানানো হয়নি৷ শিক্ষা সংসদের সভাপতি বলেন, এই পরিস্থিতিতে পরের বছর কবে উচ্চমাধ্যমিক হবে, তা বলা সম্ভব নয়৷ এদিকে, আগামী বছর রয়েছে বিধানসভা নির্বাচন৷ তার আগে কি সন্তর্পনে এগোতে চাইছে রাজ্য? নির্বাচনকে পাখির চোখ করেই এই সিদ্ধান্ত কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াকিবহাল মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 1 =