জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় নকল রুখতে নয়া ব্যবস্থা রাজ্যের, কেমন থাকছে নজরদারি?

কলকাতা: রবিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। পরীক্ষায় নকল ঠেকাতে এবার কড়া নজরদারি ব্যবস্থা নেওয়া হচ্ছে। রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর নামক একটি নয়া যন্ত্র ব্যবহার করবেন ভ্রাম্যমান পর্যবেক্ষকরা। এর সাহায্যে কোনও পরীক্ষার্থী মোবাইল ব্যবহার করছেন কিনা তা ধরতে পারা যাবে। গতবারের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে বলে বোর্ড সূত্রে জানা গেছে। গত বছর ১ লক্ষ ২৫

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় নকল রুখতে নয়া ব্যবস্থা রাজ্যের, কেমন থাকছে নজরদারি?

কলকাতা: রবিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। পরীক্ষায় নকল ঠেকাতে এবার কড়া নজরদারি ব্যবস্থা নেওয়া হচ্ছে। রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর নামক একটি নয়া যন্ত্র ব্যবহার করবেন ভ্রাম্যমান পর্যবেক্ষকরা। এর সাহায্যে কোনও পরীক্ষার্থী মোবাইল ব্যবহার করছেন কিনা তা ধরতে পারা যাবে।

গতবারের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে বলে বোর্ড সূত্রে জানা গেছে। গত বছর ১ লক্ষ ২৫ হাজারের কিছু বেশি পরীক্ষার্থী ছিল। পরীক্ষার্থী কমায় এ বছর সেন্টারের সংখ্যাও কমেছে। গত বছর সব মিলিয়ে ৩৩৯টি সেন্টার হয়েছিল। এ বছর সেই সংখ্যা কমে ৩০০ হয়েছে বলে খবর।

এ বছর বোর্ড পর্যবেক্ষকের সংখ্যা ৪২৫। ভ্রাম্যমাণ পর্যবেক্ষকের সংখ্যা ৮৫। প্রতিটি ভ্রাম্যমাণ পর্যবেক্ষকের কাছেই রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর (‌‌আরএফডি‌)‌‌ থাকবে। এই পর্যবেক্ষকদের অধীনে সর্বোচ্চ ৫টি করে কেন্দ্র থাকে। প্রতিটি কেন্দ্রেই পরিদর্শন চালাতে হয়। ফলে, একটি কেন্দ্রে তাঁরা বেশিক্ষণ থাকতে পারেন না। তাঁরা থাকাকালীন কেউ মোবাইল বন্ধ রাখল, বেরিয়ে যাওয়ার পর চালু করলে এতদিন ধরার উপায় ছিল না। কিন্তু সেন্টার ইন–‌চার্জরা সারাক্ষণই কেন্দ্রে থাকছেন। ফলে, তাঁরা যখন খুশি যন্ত্রটি ব্যবহার করতে পারবেন। সেন্টার ‌ইন–‌চার্জের কাছে আরএফডি থাকায় কেউ সাহস পাবে না মোবাইল ব্যবহার করতে। পরীক্ষা হলে কেউ মোবাইল খোলা রাখলে, এই যন্ত্রের সাহায্যে ধরা যবে। লাল আলো জ্বলে উঠবে। আওয়াজ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 16 =