উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নে নয়া ব্যবস্থা সংসদের

কলকাতা: উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র এবার মূল্যায়ন করতে পারবেন ছাত্রছাত্রীরাও৷ নয়া ব্যবস্থা আনছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ বোর্ডের ফল ও রিভিউয়েরও ফল প্রকাশের পর এই মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা৷ এই মূল্যায়ক করতে চাইলে অনলাইনে আবেদন করতে যাবে৷ খাতা দেখে যদি কোনও পড়ুয়ার মনে হয়, তার কিছু বলার আছে, তাও সংসদকে জানাতে পারবেন তিনি৷ এমনকী,

উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নে নয়া ব্যবস্থা সংসদের

কলকাতা: উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র এবার মূল্যায়ন করতে পারবেন ছাত্রছাত্রীরাও৷ নয়া ব্যবস্থা আনছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ বোর্ডের ফল ও রিভিউয়েরও ফল প্রকাশের পর এই মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা৷ এই মূল্যায়ক করতে চাইলে অনলাইনে আবেদন করতে যাবে৷ খাতা দেখে যদি কোনও পড়ুয়ার মনে হয়, তার কিছু বলার আছে, তাও সংসদকে জানাতে পারবেন তিনি৷ এমনকী, উত্তরপত্রের প্রতিলিপিও পরীক্ষার্থীরা বড়িতে নিয়ে যেতে পারেন৷

সংসদের বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, খাতা দেখার জন্য অনলাইনে আবেদন করতে হবে পড়ুয়াদের৷ আগামী ৫ জুলাই থেকে শুরু হবে এই প্রক্রিয়া৷ অনলাইনে আবেদন করার পর তিনি জানতে পারবেন, কবে এবং কখন তিনি খাতা মূল্যায়ন করতে আসবেন৷ সংসদের অফিসে বসেই সেই খাতা দেখা যাবে৷ একজন ছাত্র বা ছাত্রী ছ’টি খাতার জন্যই আবেদন করতে পারবেন৷ লাগবে না কোনও টাকা৷

কেন এই পদ্ধতি? সংসদ সভাপতি মহুয়া দাস জানান, খাতার ক্ষেত্রে যে আরটিআই ছিল৷ তা তুলে দেওয়া হয়েছে৷ কারণ, এতে অনেক ঝুট-ঝামেলা ছিল৷ অনেক সময় এই আবেদন আসত না৷ দেরি হতো৷ নানা সমস্যাও দেখা দিত৷ তাই এই প্রক্রিয়ায় একটু বদল আনা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − eight =