স্কুলে ডাইনিং হল নির্মাণ বিতর্কে নয়া বিজ্ঞপ্তি রাজ্যের

কলকাতা: সংখ্যালঘু পড়ুয়াদের জন্য কল্পতরু প্রশাসনের বিজ্ঞপ্তি ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠতেই পাল্টা বিবৃতি রাজ্যের৷ আগের সদ্ধান্ত থেকে সরে এসে নয়া বিজ্ঞপ্তি রাজ্যের৷ সংবাদ সংস্থা এএনআই একটি বিজ্ঞপ্তি উদ্ধৃত করে জানিয়েছিল, এখন থেকে যে স্কুলে ৭০ শতাংশের বেশি সংখ্যালঘু পড়ুয়া রয়েছে, সেখানে পড়ুয়াদের মিড ডে মিলের জন্য ডাইনিং হল নির্মাণ করবে রাজ্য সরকার৷ এই

e1505637d58771485e121cae9810d9e3

স্কুলে ডাইনিং হল নির্মাণ বিতর্কে নয়া বিজ্ঞপ্তি রাজ্যের

কলকাতা: সংখ্যালঘু পড়ুয়াদের জন্য কল্পতরু প্রশাসনের বিজ্ঞপ্তি ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠতেই পাল্টা বিবৃতি রাজ্যের৷ আগের সদ্ধান্ত থেকে সরে এসে নয়া বিজ্ঞপ্তি রাজ্যের৷

সংবাদ সংস্থা এএনআই একটি বিজ্ঞপ্তি উদ্ধৃত করে জানিয়েছিল, এখন থেকে যে স্কুলে ৭০ শতাংশের বেশি সংখ্যালঘু পড়ুয়া রয়েছে, সেখানে পড়ুয়াদের মিড ডে মিলের জন্য ডাইনিং হল নির্মাণ করবে রাজ্য সরকার৷ এই মর্মে গত ২৫ জুন কোচবিহার জেলা শাসকের সংখ্যালঘু দপ্তরের তরফে এমনই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে৷ এই বিজ্ঞপ্তি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হতেই রাজ্যের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র সংখ্যালঘু পড়ুয়াদের জন্য ডাইনিং হল নির্মাণ নয়, রাজ্যের সমস্ত স্কুলেই তৈরি হবে ডাইনিং হল৷ এর জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে৷ সংখ্যালঘু বিষয়ক দপ্তর এই কাজ করবে৷

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নির্দেশিকায় বলা হয়েছে, ৭০ শতাংশের বেশি সংখ্যালঘু পড়ুয়া রয়েছে এমন স্কুলের তালিকা আজই সংখ্যালঘু বিষয়ক দপ্তরে পাঠানো হবে৷ ৭০ শতাংশের বেশি সংখ্যালঘু পড়ুয়া থাকলে সেই স্কুলের পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে পড়ুয়াদের জন্য তৈরি করতে হবে ডাইনিং হল৷ সূত্রের খবর, ইতিমধ্যেই এই সংক্রান্ত রাজ্য সরকারি নির্দেশ সরকারি স্কুলগুলিতে পাঠানো হয়েছে৷ সরকারি বা সরকার পোষিত স্কুলগুলি এই নির্দেশিকার আওতায় পড়বে৷ স্কুলের নাম থেকে শুরু করে সংখ্যালঘু পড়ুয়ার সংখ্যা, স্কুল সম্পর্কে বিস্তারিত তথ্য আজই পাঠাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষককে৷

প্রশ্ন ওঠছে, হঠাৎ কেন সংখ্যালঘু পড়ুয়াদের জন্য এই ব্যবস্থা? কেন এই ব্যবস্থা সমস্ত স্কুলে করা গেল না? এতে কী জনমনে বিভ্রান্তি ছড়াবে না৷ কেননা, এমনিতেই স্কুলের পরিকাঠামোর অভাবে বহু স্কুল পড়ুয়া বারান্দা বসে  অথবা গাছের নীচে, উঠানে বসেই মিড ডে মিল খেয়ে থাকেন৷ যদি, এই সমস্যা মেটাতে প্রতিটি স্কুলেই ডাইনিং হল নির্মাণ করা যায়, তাতে ক্ষতি কি? না হয় সরকারের একটু বেশি টাকা খরচ করতে হবে৷ কিন্তু, বিশেষ বিশেষ স্কুলে এহেন ডাইনিং হল নির্মাণ হলে কেন সিংহভাগ পড়ুয়া এই ব্যবস্থা থেকে বঞ্চিত থাকবে? প্রশ্ন তুলছেন আমজনতার একাংশ৷ রাজ্যজুড়ে সমালোচনা তৈরি হতেই আজ শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে তা খারিজ করে সব স্কুলের পড়ুয়াদের জন্য ডাইনিং হল নির্মাণের ঘোষণা করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *