কলকাতা: অনেক বিশ্ববিদ্যালয়েই বাইরের রাজ্যের ছাত্রছাত্রীরা বেশি সংখ্যায় সুযোগ পেয়ে যাচ্ছেন। মার খাচ্ছে এ রাজ্যের মেধা। তাই, স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে ৬০:৪০ অনুপাত নিয়ে পর্যালোচনা করতে হবে। যাদবপুরে ভিনরাজ্যের পড়ুয়াদের বাড়বাড়ন্তকে ইঙ্গিত করেই মঙ্গলবার বিকাশ ভবনে উচ্চশিক্ষা সংসদের বৈঠকে উপাচার্যদের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
যদিও, যাদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকস্তরেই এই সমস্যা রয়েছে। রাজ্যের পড়ুয়াদের সুবিধা দিতে যে ডোমিসাইল পদ্ধতি রয়েছে, তা এখানে কার্যকর নেই। ডিগ্রি কলেজগুলিতে ভর্তির সময় যে দুর্নীতি, দাদাগিরির অভিযোগ ওঠে, তাতে সরকারকে সমস্যায় পড়তে হয়। তা কার্যত মেনে নিয়েই পার্থবাবু বলেন, কলেজে ভর্তির সময় যাতে পড়ুয়াদের কোনওভাবেই সশরীরে হাজির হতে না হয়, তার নির্দেশ দিয়েছেন তিনি। সামনের ভর্তি প্রক্রিয়ায় এটা কঠোরভাবে মেনে চলতে হবে। ফর্ম তোলা, জমা দেওয়া এবং টাকা জমা দেওয়া সবই যাতে অনলাইনে হয়, তার বন্দোবস্ত করতে হবে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিকে। শুধুমাত্র ক্লাস শুরুর আগে ভেরিফিকেশনের সময় ছাত্রছাত্রীরা উপস্থিত থাকবেন। এতে অভিযোগ অনেকটাই কমবে বলে পার্থবাবুর আশা।