কলকাতা: মাধ্যমিকের উত্তরপত্রের রিভিউ ও স্ক্রুটিনির ফলাফল প্রকাশে আসতেই বদলে গেল মাধ্যমিকের মেধা তালিকা৷ প্রথম দশের তালিকা থেকে ছিকটে গেল ১৫ পড়ুয়া৷ প্রথম তিন জন ছাড়া ৫১ জনের মেধাতিলায় স্থান পেয়েছেন মাত্র ৪১ জন৷ উত্তরপত্র মূল্যয়নের পর ৫ পড়ুয়া মেধাতালিকায় ঢোকার সুযোগ পেয়েছেন৷ আর তাতেই ছিটকে গিয়েছে ১৫ পড়ুয়া৷ প্রশ্ন উঠছে, ঢাকঢোল পিটিয়ে পর্দষ রেকর্ড হারে ৫১ জনের মেধাতালিকা প্রকাশের পর নতুন করে উত্তরপত্র মূল্যায়নের পর মেধাতিকায় কেন এত রদবদল হল? তাহলে কি আগের মূল্যায়নে কোনও সমস্যা ছিল?
বুধবার ফল প্রকাশের পর দেখা যায়, সেরা ১০টি স্থানে পাঁচজন ঢুকেছে৷ আর দশম স্থান থেকে বেরিয়ে গিয়েছে মোট ১৫ জন৷ ফলে প্রথম থেকে দশম স্থান পর্যন্ত মেধা তালিকায় রয়েছে ৪১ জনের নাম৷ আর একাদশ স্থানকে স্বীকৃতি দিয়ে নতুন ৬৪ জনের নামের তালিকা প্রকশ করা হয়েছে৷
এবার মোট ৩৬ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী রিভিউ ও স্ক্রুটিনির জন্য আবেদন করেন৷ রিভিউ করে ২ হাজার ৭০৩ পরীক্ষার্থীর মধ্যে ৬৮৩ জনের নম্বর বেড়েছে৷ স্ক্রুটিনিতে আবেদন করা মোট ৩৪ হাজার ১৭১ জনের মধ্যে ৯ হাজার ২১২ জনের নম্বর পরিবর্তন হয়েছে৷ নম্বর পরিবর্তনের হার ২৬.৯৬ শতাংশ৷