সবুজ গড়তে স্কুল পড়ুয়াদের গাছ উপরহার ‘গাছ কাকু’র

সবুজ গড়তে স্কুল পড়ুয়াদের গাছ উপরহার ‘গাছ কাকু’র

উলুবেড়িয়া: বিশ্ব উষ্ণায়নের জেরে ক্রমশ জলবায়ুর পরিবর্তন হচ্ছে। ভূগর্ভস্থ জলের টান শুরু হয়েছে দেশ জুড়ে। আর এক্ষেত্রে গাছই একমাত্র সমাধানের উৎস ।সরকারি ও বেসরকারি ক্ষেত্রে তাই গাছ লাগানোকে গুরুত্ব দেওয়া হয়েছে। আর এই বিষয়টি মাথায় রেখে গত বছর দুই ধরেই হাওড়ার বাগনানে মানুষের মধ্যে কয়েক হাজার গাছ বিলি করেছেন বাগনান এক নং পঞ্চায়েত সমিতির বন ও বনভূমির কর্মাধ্যক্ষ চন্দ্র নাথ বসু ।তবে অধিকাংশ গাছই বিলি করা হয়েছে ছাত্র-ছাত্রীদের মধ্যে ।

বাগনান এলাকার বাগনান হাইস্কুল ,বাগনান গার্লস স্কুল, বাগনান আদর্শ গার্লস সহ বেশ কয়েকটি স্কুল রয়েছে ।স্বাভাবিক ভাবেই কয়েক হাজার ছাত্র ছাত্রীর যাতায়াত ।যাতায়াতের পথে ছাত্র ছাত্রীদের দেখলেই হাতে তুলে দিয়েছেন বিভিন্ন ধরনের গাছ। যার মধ্যে যেমন রয়েছে হরেক রকমের ফলেক গাছ, তেমনি রয়েছে নানান ধরনের ফুল গাছও। জানা গিয়েছে, ছাত্র ছাত্রীরা একাধিকবার তাঁর কাছ থেকে গাছ পেয়েছে ।

শুধু তাই নয় ,গাছ গুলি ঠিকঠাক থাকছে কিনা মাঝে মধ্যেই তাদের বাড়িতে ঢুঁ মারেন তিনি ।স্বামীর এহেন কাজকে সম্মান জানিয়েছেন স্ত্রী লিপিকা দেবীও। এখন বাগনানের পড়ুয়াদের কাছে তিনি গাছ কাকু। জানা গিয়েছে, এই এলাকার যে কোনও ছাত্রকে জিজ্ঞাসা করলেই তারা এক ডাকে গাছ কাকুকে চেনে। চন্দ্রনাথ বাবু জানান ,ছাত্র ছাত্রীদের হাতে গাছ তুলে দিই এই কারনেই তারা যে কোনো গাছকে যেভাবে যত্ন করে আমরা তা পারি না। তাই ওদের হাতে গাছ তুলে দিলে নিশ্চিন্ত লাগে ।বাগনান স্কুলের ক্লাস সেভেনের ছাত্র বিভাস বেরা জানায়, খুব যত্ন করে গাছ দেন৷ আমরা তাই ওঁর কাছ থেকেই গাছ নিই। বাগনান গার্লস স্কুলের এক ক্লাস নাইনের ছাত্রী জানায়, গাছকাকু যে যত্ন করে গাছ দেন তাতে আমাদের পরে গাছ যত্ন করতে সুবিধা হয়। এছাড়া চন্দ্রনাথ বাবু জানান ,”গাছেদের মধ্যেই নিজেকে ফিরে পাই৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =