শিক্ষকদের পাশে দাঁড়িয়ে বাংলার শিক্ষা ব্যবস্থায় উদ্বিগ্ন রাজ্যপাল

কলকাতা: ফের রাজ্যের শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যপাল৷ নাম না করে কার্যত ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি৷ বাংলার শিক্ষক সমাজের পাশে দাঁড়িয়ে দিয়েছেন বার্তা৷ আজ একটি বেসরকারি কলেজের অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যপাল সরাসরি বাংলার শিক্ষাব্যবস্থাকে কাঠগড়ায় তোলেন৷ অনুষ্ঠান বক্তব্য বলতে গিয়ে রাজ্যপাল জানান, এই রাজ্যে শিক্ষকদের প্রাপ্যসম্মান দেওয়া হচ্ছে না৷ বিশ্ববিদ্যালয়গুলি

শিক্ষকদের পাশে দাঁড়িয়ে বাংলার শিক্ষা ব্যবস্থায় উদ্বিগ্ন রাজ্যপাল

কলকাতা: ফের রাজ্যের শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যপাল৷ নাম না করে কার্যত ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি৷ বাংলার শিক্ষক সমাজের পাশে দাঁড়িয়ে দিয়েছেন বার্তা৷

আজ একটি বেসরকারি কলেজের অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যপাল সরাসরি বাংলার শিক্ষাব্যবস্থাকে কাঠগড়ায় তোলেন৷ অনুষ্ঠান বক্তব্য বলতে গিয়ে রাজ্যপাল জানান, এই রাজ্যে শিক্ষকদের প্রাপ্যসম্মান দেওয়া হচ্ছে না৷ বিশ্ববিদ্যালয়গুলি যা পরিস্থিতি, তা কখনই বাঞ্ছনীয় নয়৷ বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যের ভূমিকা নগণ্য৷ বিশ্ববিদ্যালয়ে আচার্যের ভূমিকা অত্যন্ত নগণ্য৷ কিন্তু এই নিয়ে অযথা বিতর্ক হচ্ছে৷ কে কত বড়, তা নিয়ে প্রতিযোগিতা চলছে৷ এই ধরনের প্রতিযোগিতা কখনও কাম্য নয়৷ কেন্দ্রের সঙ্গে কোনও আলোচনা থাকতেই পারে৷ তা নিয়ে আমার সঙ্গেও কথা বলা যেতে পারে৷ একজন সৈনিক হিসাবে আমি সাহায্য করতে তৈরি৷ বিষয়টি নিয়ে প্রয়োজনে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দ্রুত কথা বলব আমি৷’’

বুধবার অনুষ্ঠানে যাওয়ার আগে রাজ্যপাল সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরে রাজ্যপাল নিজের টুইটারে লেখেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তির মর্মার্থ বোঝার আমি চেষ্টা করছি৷ যে কোনও বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল তথা আচার্যের প্রতিটি পদক্ষেপ সংবিধান ও বিশ্ববিদ্যালয়ের আইন দ্বারা সুনির্দিষ্ট এবং সীমাবদ্ধ৷’’

মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজ্যের তরফে বিজয়া সম্মেলনী ডাকা হয়৷ সেই সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কে কী ডেকে বলল, অত চিন্তা করার দরকার নেই৷ মনে রাখবেন, আমাদের সরকার নির্বাচিত সরকার৷ আমাদের সংবিধান অধিকার রয়েছে৷ ফলে আপনারা নিশ্চিন্তে কাজ করুন৷ কোন অসুবিধা হলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন৷’’

রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের অচার্যকে এড়িয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর রাজ্যপালের টুইট ঘিরে তৈরি হয়েছে নয়া বিতর্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 5 =