শিলং: পড়ুয়াদের স্কুলব্যাগের ওজন বেঁধে দিল মেঘালয় সরকার। কেন্দ্রের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের গাইড লাইন মেনে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলব্যাগের ওজন কত হবে, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে রাজ্য স্কুল দপ্তরের এক নির্দেশিকায়৷
ইতিমধ্যেই ওই নির্দেশিকা পাঠিয়েও দেওয়া হয়েছে মেঘালয়ের প্রতিটি স্কুলে৷ বুধবার রাজ্যের শিক্ষা দপ্তরের প্রধান সচিব ডি পি ওয়াহলং জানিয়েছেন, স্কুল ব্যাগের ওজন নিয়ন্ত্রণ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ ওই বিজ্ঞপ্তির সঙ্গেই প্রতিটি স্কুল কর্তৃপক্ষের কাছে একটি নির্দেশিকাও পাঠানো হয়েছে৷
এরই পাশাপাশি কতদিনের মধ্যে সরকারি এই উদ্যোগ কার্যকর করতে পারবে, তা জানতে চাওয়া হয়েছে৷ শুধু স্কুলব্যাগের ওজন বেঁধে দেওয়াই নয়, হোমওয়ার্কের রাশ টানতেও স্কুলগুলিকে পরামর্শ দিয়েছে শিক্ষা দপ্তর৷ সেই পরমর্শ মেনে স্কুল ব্যাগের বই, খাতার বহর কতটা কমানো যেতে পারে, সে বিষয়ে স্কুলগুলিকে একটি রূপরেখা তৈরির নির্দেশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওয়াহলং৷