মুসলিমদের সংরক্ষণ দিতে নয়া আইন আনছে সরকার

মুসলিমদের সংরক্ষণ দিতে নয়া আইন আনছে সরকার

মুম্বই: শিক্ষাক্ষেত্রে সংখ্যালঘু উন্নয়নে নজিরবিহীন পদক্ষেপ নিতে চলেছে মহারাষ্ট্র সরকার৷ শিক্ষায় আগ্রহ বাড়াতে সংখ্যালঘুদের জন্য সংরক্ষণের জন্য নয়া বিল আনতে চলেছে শিবসেনা-কংগ্রেসের জোট সরকার৷

সূত্রের খবর, মহারাষ্ট্র সরকার আগামী বিধানসভা অধিবেশনে সংখ্যালঘুদের জন্য শিক্ষাক্ষেত্রে ৫ শতাংশ সংরক্ষণ দেওয়ার বিষয়ে বিল আনতে পারে৷ বিল পাস হলে রাজ্যের প্রত্যক শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ শতাংশ আসনে সংরক্ষণ পাবেন  ইসলাম ধর্মাবলম্বী পড়ুয়ারা৷

এই প্রসঙ্গে মহারাষ্ট্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী নবাব মালিক জানিয়েছেন, আগামী অধিবেশনে এই সংক্রান্ত বিল পেশ করার পরিকল্পনা রয়েছে৷ তবে, শুধু শিক্ষায় নয়, চাকরীর ক্ষেত্রেও সংরক্ষণ দেওয়া যায় কি না, তা চিন্তা ভাবনা করা হবে৷ এই বিষয়ে পূর্বতন বিজেপি রাজ্য সরকারের কাজে গাফিলতির বিষয়টিও ইঙ্গিত করেছেন তিনি৷ তাঁর মতে, শিক্ষায় সংরক্ষণের বিষয়টি কার্যকর হলে রাজ্যে শিক্ষার হার খুব স্বাভাবিক ভাবেই বৃদ্ধি পাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + nine =