জল বাঁচাতে কেটে ফেলা হল ১৫০ ছাত্রীর চুল

তেলেঙ্গানা : জলকষ্টের জেরে স্কুলে প্রায় ১৫০ এরও বেশি ছাত্রীর চুল কেটে দেওয়া হল৷ হস্টেলে জল বাঁচানতে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে৷ ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার মেডাকের গুরুকুল বিদ্যালয়ে৷ ঘটনাটি সামনে আসেতে বিতর্ক ছড়িয়েছে৷ গুরুকুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কে অরুণা জানিয়েছেন, এই কাজটি করেছেন ছাত্রীদের শারীরিক সুরক্ষার কারণে৷ ছাত্রীদের মধ্যে বেশিরভাগেরই উকুন ও বিভিন্নরকম চর্মরোগ থাকার

জল বাঁচাতে কেটে ফেলা হল ১৫০ ছাত্রীর চুল

তেলেঙ্গানা : জলকষ্টের জেরে স্কুলে প্রায় ১৫০ এরও বেশি ছাত্রীর চুল কেটে দেওয়া হল৷ হস্টেলে জল বাঁচানতে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে৷ ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার মেডাকের গুরুকুল বিদ্যালয়ে৷ ঘটনাটি সামনে আসেতে বিতর্ক ছড়িয়েছে৷

গুরুকুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কে অরুণা জানিয়েছেন, এই কাজটি করেছেন ছাত্রীদের শারীরিক সুরক্ষার কারণে৷ ছাত্রীদের মধ্যে বেশিরভাগেরই উকুন ও বিভিন্নরকম চর্মরোগ থাকার কারণে এই কাজ করিছেন তিনি৷ এই পদক্ষেপে জল বাঁচবে বলেও দাবি প্রধান শিক্ষকের৷ গোটা বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হতেই জেলা পর্যবেক্ষণ সমিতি থেকে কিছু ব্যবস্থা নেওয়া হবে জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =