জাত-ধর্ম বাদ রেখেই সরকারি স্বীকৃতি পেলেন এই তরুণী

ভেলোর: ‘আমার পরিচয় আমি নিজেই৷ আমার নেই কোনও জাত, নেই ধর্ম৷’ সেই মর্মে দেশের প্রথম ‘নো কাস্ট-নো রিলিজিয়ন’ সার্টিফিকেট আদায় করে নিলেন চেন্নাইয়ের আইনজীবী স্নেঘা পার্থিবরাজা। তিরুপাত্তুরের তহশীলদার স্নেঘার হাতে ওই সার্টিফিকেট তুলে দিয়েছেন। তাঁর কথায়, ‘‘সকলেরই উচিত জন্মের পর তাঁদের শিশুদের জাত-ধর্মের উর্দ্ধে রাখা৷’’ লড়াইটা স্নেঘা শুরু করেছিলেন ৯ বছর আগে। তারপর এই দপ্তর-সেই

41d8bdf1035dbe2435180461a5dcfe7c

জাত-ধর্ম বাদ রেখেই সরকারি স্বীকৃতি পেলেন এই তরুণী

ভেলোর: ‘আমার পরিচয় আমি নিজেই৷ আমার নেই কোনও জাত, নেই ধর্ম৷’ সেই মর্মে দেশের প্রথম ‘নো কাস্ট-নো রিলিজিয়ন’ সার্টিফিকেট আদায় করে নিলেন চেন্নাইয়ের আইনজীবী স্নেঘা পার্থিবরাজা। তিরুপাত্তুরের তহশীলদার স্নেঘার হাতে ওই সার্টিফিকেট তুলে দিয়েছেন। তাঁর কথায়, ‘‘সকলেরই উচিত জন্মের পর তাঁদের শিশুদের জাত-ধর্মের উর্দ্ধে রাখা৷’’

লড়াইটা স্নেঘা শুরু করেছিলেন ৯ বছর আগে। তারপর এই দপ্তর-সেই দপ্তর, এই আদালত-সেই আদালতের চক্কর কাটতে হয়েছে। এবার সেই লড়াইয়ে আদায় করে নিলেন দেশের প্রথম ‘নো কাস্ট-নো রিলিজিয়ন’ সার্টিফিকেট৷ এখন স্নেঘার কোন জাত-ধর্ম নেই। তাঁর নিজের পরিচয় তিনি নিজেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *