NCTE-র নয়া নির্দেশে লাটে উঠছে বাংলার বিএড কোর্সের ভবিষ্যৎ

কলকাতা:কেন্দ্রের অনুমতি না পেয়ে বন্ধের মুখে বাংলার চার বছরের ইন্টিগ্রেটেড বিএড কোর্স৷ কেন্দ্রের তরফে যে সব শর্ত দেওয়া হয়েছে তা মানা কার্যত অসম্ভব বলেই এই সমস্যা তৈরি হতে চলেছে বলে মত পর্যবেক্ষক মহলের৷ এতদিন তিন বছরের স্নাতক পাশের পর দু’বছরের বিএড কোর্স করা যেত৷ কিন্তু নতুন পরিকল্পনায় চার বছরের পাঠ নিতে হবে পড়ুয়াদের৷ ন্যাশনাল কাউন্সিল

NCTE-র নয়া নির্দেশে লাটে উঠছে বাংলার বিএড কোর্সের ভবিষ্যৎ

কলকাতা:কেন্দ্রের অনুমতি না পেয়ে বন্ধের মুখে বাংলার চার বছরের ইন্টিগ্রেটেড বিএড কোর্স৷ কেন্দ্রের তরফে যে সব শর্ত দেওয়া হয়েছে তা মানা কার্যত অসম্ভব বলেই এই সমস্যা তৈরি হতে চলেছে বলে মত পর্যবেক্ষক মহলের৷

এতদিন তিন বছরের স্নাতক পাশের পর দু’বছরের বিএড কোর্স করা যেত৷ কিন্তু নতুন পরিকল্পনায় চার বছরের পাঠ নিতে হবে পড়ুয়াদের৷ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটিই ২০১৯ আইন অনুযায়ী, বিএড কলেজগুলি এমন দু’বছরের কোর্স চালু করতে পারবে না৷

চার বছরের কোর্স সাধারণ ডিগ্রি কলেজে চালু করার বিষয়েও দেওয়া হয়েছে৷ গুরুত্ব৷ কেন্দ্রের এই সিদ্ধান্ত কার্যকর হতে গেলে পরিকাঠামোর আমূল পরিবর্তন হওয়া দরকার৷ কিন্তু, বর্তমান পরিস্থিতিতে সাধারণ ডিগ্রি কলেজগুলিতে সেই পরিকাঠামো এবং সেই মতো রাজ্যের শিক্ষক শিক্ষণ বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রম তৈরি করা হয়নি৷ ফলে তা এখনই চালু করাও সম্ভব নয় বলে মনে করছে পর্যবেক্ষক মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 13 =