ইংরেজি মাধ্যম উন্নীত হচ্ছে সরকারি সহ পুরসভার স্কুলগুলি

কলকাতা : পুরসভার স্কুলগুলোর পাশাপাশি রাজ্য সরকারের কিছু স্কুলকেও এখন ইংরেজি মাধ্যম উন্নীত করা হচ্ছে| শুধু ইংরেজি মাধ্যমই নয়, সেগুলোকে প্রাইমারি থেকে বাড়িয়ে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্তও নিয়ে যাওয়া হচ্ছে| শনিবার বেহালা সৌরিন্দ্র গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলটির উদ্বোধন করা হল| এই স্কুলটি আগে চতুর্থ শ্রেণি পর্যন্ত ছিল, এখন তা বাড়িয়ে করা হল উচ্চমাধ্যমিক পর্যন্ত| এদিন উপস্থিত

0cd3f7b0cf06c17b71c38b8a7872e4f1

ইংরেজি মাধ্যম উন্নীত হচ্ছে সরকারি সহ পুরসভার স্কুলগুলি

কলকাতা : পুরসভার স্কুলগুলোর পাশাপাশি রাজ্য সরকারের কিছু স্কুলকেও এখন ইংরেজি মাধ্যম উন্নীত করা হচ্ছে| শুধু ইংরেজি মাধ্যমই নয়, সেগুলোকে প্রাইমারি থেকে বাড়িয়ে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্তও নিয়ে যাওয়া হচ্ছে| শনিবার বেহালা সৌরিন্দ্র গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলটির উদ্বোধন করা হল| এই স্কুলটি আগে চতুর্থ শ্রেণি পর্যন্ত ছিল, এখন তা বাড়িয়ে করা হল উচ্চমাধ্যমিক পর্যন্ত| এদিন উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সাংসদ সুব্রত বক্সী, এবং কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পারিষদ অভিজিত মুখোপাধ্যায়| এদিন মেয়র পারিষদ অভিজিত মুখোপাধ্যায় ‘হিন্দুস্থান সমাচার’কে জানান, “ পুরসভার অধীনে আটটা আছে ইংরেজি মাধ্যমের স্কুল আমরা আরও বাড়াচ্ছি এই স্কুলের সংখ্যা|পুরো নতুনের ক্ষেত্রে ইতিমধ্যেই সাতটি স্কুল তৈরি হয়েগেছে| এবং একটি তৈরি হওয়ার পর্যায়ে রয়েছে”| তিনি আরও জানান, “পঞ্চম শ্রেণি পর্যন্ত হবে এই স্কুলগুলি|

এছাড়া এখন ৮২ নমব ওয়ার্ডের স্কুলটি প্রায় তৈরির শেষ পর্যায়|” পুরসভার অধীনে ৫৭টি বিদ্যালয়ে প্রায় ২৫ হাজার মত পড়ুয়া আছে বলে দাবি করেন অভিজিত বাবু| পুরনো শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে আরও উন্নত করে তোলার সাথে সাথেই নতুন শিক্ষকদের নিয়োগ করার কথাও জানান অভিজিত মুখোপাধ্যায়| তিনি বলেন, “অনলাইন ফর্ম দেওয়া হবে| পরীক্ষা নেবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন|” এছাড়াও দু”টি আপার প্রাইমারি স্কুল তৈরি করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে। লেলিন মেমোরিয়াল কেএমসি স্কুল ও মুখ রাম কানোরিয়া কেএমসি স্কুল দু”টোকে প্রাইমারি থেকে আপার প্রাইমারি স্কুলে রুপান্তরিত করা হবে। স্কুল দু”টি পঞ্চম শ্রেণি পর্যন্ত ছিল। সেটা বাড়িয়ে এখন অষ্টম শ্রেণি পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে| অভিজিৎ বাবু আরও জানান, গরম পড়ার আগেই সব পুরসভার স্কুলগুলিতে পরিশুদ্ধ পানীয় জলের যন্ত্র বসানো হবে। ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য যাতে ঠিক থাকে সেই জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে”| পাশাপাশি প্রত্যেকটি পুরসভার স্কুলেই মিড-ডে মিলের সাথে ছাত্র ছাত্রীদের বিনামূল্যে রেইনকোর্ট ছাড়াও খাতা-বই, পেন ও স্কুল ইউনিফর্ম দেওয়া হয় বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *