গণতন্ত্রণের উৎসবে পা মিলিয়ে নির্বাচিত ক্ষুদে প্রধানমন্ত্রী, মিটল শান্তির ভোট

আমডাঙা: আছে ভোটার৷ প্রার্থীও অনেক৷ কেউ দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর পদে৷ কেউবা আবার শিক্ষামন্ত্রী পদপ্রার্থী৷ কড়া নিজরদারিতে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা বেছে নিলেন প্রার্থীকে৷ ভোট দেওয়ার আগে যথারীতি আঙুলে দেয়া হল কালি৷ তারপর ব্যালটে নিজেদের মতামত জানিয়ে জমা পড়ল ভোট৷ শান্তিতেই মিটল নির্বাচন৷ ভোট মিটতেই প্রকাশিত হল ফলাফলা৷ তবে, কোনও গোলমাল ছাড়ায় নির্বাচিত প্রধানমন্ত্রী-সহ মন্ত্রীপরিষদ৷ না, এই

গণতন্ত্রণের উৎসবে পা মিলিয়ে নির্বাচিত ক্ষুদে প্রধানমন্ত্রী, মিটল শান্তির ভোট

আমডাঙা: আছে ভোটার৷ প্রার্থীও অনেক৷ কেউ দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর পদে৷ কেউবা আবার শিক্ষামন্ত্রী পদপ্রার্থী৷ কড়া নিজরদারিতে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা বেছে নিলেন প্রার্থীকে৷ ভোট দেওয়ার আগে যথারীতি আঙুলে দেয়া হল কালি৷ তারপর ব্যালটে নিজেদের মতামত জানিয়ে জমা পড়ল ভোট৷ শান্তিতেই মিটল নির্বাচন৷ ভোট মিটতেই প্রকাশিত হল ফলাফলা৷ তবে, কোনও গোলমাল ছাড়ায় নির্বাচিত প্রধানমন্ত্রী-সহ মন্ত্রীপরিষদ৷

গণতন্ত্রণের উৎসবে পা মিলিয়ে নির্বাচিত ক্ষুদে প্রধানমন্ত্রী, মিটল শান্তির ভোটনা, এই নির্বাচনের সঙ্গে বাস্তবের আকাশ-পাতাল পার্থক্য বড়দের নির্বাচনক ব্যবস্থাকে কার্যত দশ গোল দিয়ে পথ দেখাল খুদে পড়ুয়ারা৷ আসলে, পড়ুয়াদের মধ্যে সুষ্ঠু গণতন্ত্রের পাঠ নিতে স্কুলের মধ্যেই শিশু সংসদ নির্বাচনে নয়া নজির গড়ল উত্তর ২৪ পরগনার আমডাঙা মরিচা জুনিয়র হাই স্কুল৷

গণতন্ত্রণের উৎসবে পা মিলিয়ে নির্বাচিত ক্ষুদে প্রধানমন্ত্রী, মিটল শান্তির ভোটএই উদ্যোগ প্রসঙ্গে স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমিত ভট্টাচর্য জানিয়েছেন, ‘‘গণতন্ত্র যেমন আমাদের স্বাধীনভাবে বাঁচতে শেখায়, ঠিক তেমনি স্বাধীনভাবে বাছতে শেখায়৷ যত সঠিকভাবে আমাদের মত সঠিকভাবে আমরা আমাদের প্রতিনিধি বাছতে পারব, তত সঠিক পথেই আমাদের দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারব৷ যে সমাজ সঠিকভাবে বাছতে পারে না, সেই সমাজ সঠিকভাবে বাঁচতে পারে না৷ এই দর্শনের উপর ভিত্তি করেই আমরা বিদ্যালয়ে ‘শিশু সংসদ’ নির্বাচন ব্যবস্থা করি৷ এই নির্বাচন যতটা না শিশুদের ভোটার অধিকার, তার চেয়েও বেশি তাদের মত প্রকাশের স্বাধীনতা ও সঠিক প্রতিনিধি বেছে নেওয়ার আনন্দ৷ স্কুল কর্তৃপক্ষের দ্বারা মনোনীত শিশু সংসদ নির্বাচন উৎসবের আনন্দে সামিল হওয়া মূল উদ্দেশ্য৷’’

গণতন্ত্রণের উৎসবে পা মিলিয়ে নির্বাচিত ক্ষুদে প্রধানমন্ত্রী, মিটল শান্তির ভোটবলেন, ‘‘সেই সঙ্গে গণতন্ত্রে ছোটখাটো নিয়ম-পদ্ধতি সঙ্গে একেবারে হাতে-কলমে পরিচয় হয়ে যাওয়া, নেতৃত্ব দেওয়া, স্বাধীনতা ভাবে এক বিরাট কার্যে অংশ নেওয়া এই নির্বাচনের উদ্দেশ্য৷ যে কুশলী দক্ষতায় শিশুরা মনোনয়ন জমা দেওয়ার থেকে গোটা ভোট পর্বে অন্তত শান্তিতে এই নির্বাচন সম্পন্ন করেছে, তাতে আগামী দিনে এরা আমাদের নিশ্চয়ই পথ দেখাবে৷ উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে নতুন প্রতিনিধি বেছে নেওয়া এই সুযোগ আসলে আরও মজবুত করতে পারবে বলে মনে করি৷ নবনির্বাচিত সংসদকে সব রকম সাহায্যের আশ্বাস জানিয়ে স্কুলের উন্নয়নের কাজে আরও বেশি করে এগিয়ে আসার আহবান জানাই৷’’

গণতন্ত্রণের উৎসবে পা মিলিয়ে নির্বাচিত ক্ষুদে প্রধানমন্ত্রী, মিটল শান্তির ভোট গণতন্ত্রণের উৎসবে পা মিলিয়ে নির্বাচিত ক্ষুদে প্রধানমন্ত্রী, মিটল শান্তির ভোট গণতন্ত্রণের উৎসবে পা মিলিয়ে নির্বাচিত ক্ষুদে প্রধানমন্ত্রী, মিটল শান্তির ভোট গণতন্ত্রণের উৎসবে পা মিলিয়ে নির্বাচিত ক্ষুদে প্রধানমন্ত্রী, মিটল শান্তির ভোট গণতন্ত্রণের উৎসবে পা মিলিয়ে নির্বাচিত ক্ষুদে প্রধানমন্ত্রী, মিটল শান্তির ভোট গণতন্ত্রণের উৎসবে পা মিলিয়ে নির্বাচিত ক্ষুদে প্রধানমন্ত্রী, মিটল শান্তির ভোট গণতন্ত্রণের উৎসবে পা মিলিয়ে নির্বাচিত ক্ষুদে প্রধানমন্ত্রী, মিটল শান্তির ভোট গণতন্ত্রণের উৎসবে পা মিলিয়ে নির্বাচিত ক্ষুদে প্রধানমন্ত্রী, মিটল শান্তির ভোট গণতন্ত্রণের উৎসবে পা মিলিয়ে নির্বাচিত ক্ষুদে প্রধানমন্ত্রী, মিটল শান্তির ভোট গণতন্ত্রণের উৎসবে পা মিলিয়ে নির্বাচিত ক্ষুদে প্রধানমন্ত্রী, মিটল শান্তির ভোট গণতন্ত্রণের উৎসবে পা মিলিয়ে নির্বাচিত ক্ষুদে প্রধানমন্ত্রী, মিটল শান্তির ভোট গণতন্ত্রণের উৎসবে পা মিলিয়ে নির্বাচিত ক্ষুদে প্রধানমন্ত্রী, মিটল শান্তির ভোট গণতন্ত্রণের উৎসবে পা মিলিয়ে নির্বাচিত ক্ষুদে প্রধানমন্ত্রী, মিটল শান্তির ভোট গণতন্ত্রণের উৎসবে পা মিলিয়ে নির্বাচিত ক্ষুদে প্রধানমন্ত্রী, মিটল শান্তির ভোট গণতন্ত্রণের উৎসবে পা মিলিয়ে নির্বাচিত ক্ষুদে প্রধানমন্ত্রী, মিটল শান্তির ভোট গণতন্ত্রণের উৎসবে পা মিলিয়ে নির্বাচিত ক্ষুদে প্রধানমন্ত্রী, মিটল শান্তির ভোট গণতন্ত্রণের উৎসবে পা মিলিয়ে নির্বাচিত ক্ষুদে প্রধানমন্ত্রী, মিটল শান্তির ভোট গণতন্ত্রণের উৎসবে পা মিলিয়ে নির্বাচিত ক্ষুদে প্রধানমন্ত্রী, মিটল শান্তির ভোট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + four =