জ্যোতিষকে এগিয়ে রাখা দেশের শিক্ষামন্ত্রীর ডিগ্রিও ভুয়ো!

নয়াদিল্লি: তিনি বলেছিলেন, জ্যোতিষচর্চার কাছে তুচ্ছ বিজ্ঞান৷ বিজ্ঞানের তুলনায় জ্যোতিষকে এগিয়ে রেখে এবারের মোদির মন্ত্রিসভায় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন রমেশ পোখরিয়াল নিশঙ্ক৷ দেশের শিক্ষা হাল ধরতে গুচ্ছ শিক্ষানীতির খসড়াও পেশ করেছেন তিনি৷ তা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক৷ এবার সেই বিতর্ককের ঝাঁঝ আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে দেশের শিক্ষামন্ত্রীর যোগ্যতা৷ খোদ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে

জ্যোতিষকে এগিয়ে রাখা দেশের শিক্ষামন্ত্রীর ডিগ্রিও ভুয়ো!

নয়াদিল্লি: তিনি বলেছিলেন, জ্যোতিষচর্চার কাছে তুচ্ছ বিজ্ঞান৷ বিজ্ঞানের তুলনায় জ্যোতিষকে এগিয়ে রেখে এবারের মোদির মন্ত্রিসভায় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন রমেশ পোখরিয়াল নিশঙ্ক৷ দেশের শিক্ষা হাল ধরতে গুচ্ছ শিক্ষানীতির খসড়াও পেশ করেছেন তিনি৷ তা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক৷ এবার সেই বিতর্ককের ঝাঁঝ আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে দেশের শিক্ষামন্ত্রীর যোগ্যতা৷ খোদ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে উঠল ভুয়ো ডিগ্রি দেখানোর অভিযোগ৷

রমেশ পোখরিয়াল নিশাঙ্ক৷ নামের আগে তিনি ‘‌ডক্টর’‌ শব্দটি ব্যবহার করতে ভালবাসেন৷ মোদির মন্ত্রিসভায় শপথ নেওয়ার সময়ও রাষ্ট্রপতির সামনে নিজেকে ডক্টরেট বলে সম্বোধন করেন৷ মন্ত্রীর দাবি, তিনি নয়ের দশকে কলোম্বোর আন্তর্জাতিক মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে গবেষণার জন্য এই উপাধি পেয়েছেন৷ সাহিত্যে ডক্টরেট উপাধি পাওয়ার পর ওই একই বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান নিয়েও ডি.লিট উপাধি পান৷ কিন্তু, এরপরই মন্ত্রীর ‘ডক্টর’ উপাধির পর্দাফাঁস করে করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ বিবৃতি দিয়ে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন অব শ্রীলঙ্কার তরফে জানিয়ে দেওয়া হয়, কলোম্বোর আন্তর্জাতিক মুক্ত বিশ্ববিদ্যালয় নামে কোনও বৈধ বিশ্ববিদ্যালয় নেই শ্রীলঙ্কায়৷ এতো গেল বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ৷ অভিযোগ আছে আরও বিস্তর৷ অভিযোগ, গত বছর রমেশ পোখরিয়াল নিশাঙ্কের শিক্ষাগত যোগ্যতা জানতে চেয়ে দেরাদুনা তথ্য জানার অধিকার বদে একটি আবেদন জামা পড়ে দেরাদুনে৷ কিন্তু, আইটিআইয়ের উত্তর অসম্পূর্ণ দেওয়া হয় বলেও অভিযোগ৷ এর পরই তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে থাকে৷

এই ঘটনার কথা জানাজানি হতেই অনেকেই বলছেন, যাঁর হাতে শিক্ষার বাঁচানোর দায়িত্ব, তিনিই কি না ভুয়ো ডিগ্রির মালিক! সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *