বাধ্যতামূলক নয় সিমেস্টার, UGC-র প্রস্তাবে রাজ্যকে মান্যতা, মত শিক্ষামন্ত্রীর

বাধ্যতামূলক নয় সিমেস্টার, UGC-র প্রস্তাবে রাজ্যকে মান্যতা, মত শিক্ষামন্ত্রীর

 

কলকাতা: করোনা আবহে ইউজিসির পাঠানো প্রস্তাবকে প্রাথমিক ভাবে স্বাগত জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ রাজ্যের পাঠানোর বিষয়গুলিকে ওই প্রস্তাবে মান্যতা দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন শিক্ষামন্ত্রী৷

বৃহস্পতিবার ফেসবুকে ইউজিসির প্রস্তাবকে স্বাগত জানিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন শিক্ষামন্ত্রী৷ পোস্টে শিক্ষামন্ত্রী লিখেছেন, ‘‘ইউজিসির থেকে যে চিঠি সমস্ত রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে পাঠানো হয়েছে, তার বিষয়বস্তু আমাদের হাতে এসেছে৷ প্রাথমিক দেখে মনে হয়েছে আমাদের চিঠি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সঙ্গে আমাদের বিষয়গুলি নিয়ে যে কথা হয়েছিল তার অনেকটাই এই চিঠিতে স্থান পেয়েছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছিলেন, টার্মিনাল পরীক্ষাগুলিতে পরীক্ষা দিতে হবে সেটাই এখানে বলা হয়েছে৷ ইতিমধ্যেই সমস্ত উপাচার্যদের থেকে এ বিষয়ে তাঁদের মতামত গ্রহণ করা হচ্ছে৷ সংগৃহীত মতামত নিয়ে আমাদের দপ্তর কাজ করবে এবং বিশ্ববিদ্যালয়গুলিকে তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী সমস্ত বিষয়টি বিবেচনা করে শিক্ষা দপ্তরকে জানালে মুখ্যমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে তার ব্যবস্থা নেয়া হবে৷’’

ইউজিসিকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা বুধবার রাতে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, করোনা পরিস্থিতি বিবেচনা করে ইউজিসি সিদ্ধান্ত নিয়েছে, বর্তমান ও আগের সিমেস্টারের উপর ভিত্তি করে গ্রেড দেওয়া হবে৷ কলেজ বিশ্ববিদ্যালয় সিমেস্টার বাধ্যতামূলক নয়৷ আপাতত সেমিস্টার বাধ্যতামূলক করা হচ্ছে না বলে জানিয়েছে ইউজিসি৷ আগামী জুলাইয়ের বদলে সেপ্টেম্বর থেকে শুরু হবে শিক্ষাবর্ষ৷ যেখানে স্বাভাবিক পরিস্থিতি সেখানে জুলাই নাগাদ পরীক্ষা নেওয়া যেতে পারে৷ আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে নতুন শিক্ষাবর্ষ৷ পিএইচডি, এমফিলের ক্ষেত্রে বাড়তি ৬ মাস সময় দেওয়া হতে পারে৷ ফাইনাল সেমেস্টারের পড়ুয়াদের পরীক্ষা হবে জুলাই মাসে৷ করোনা আবহে এমনই বিজ্ঞপ্তি জারি করেছে ইউজিসি, খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে৷

শিক্ষামন্ত্রীর বক্তব্যে শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র‍্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন গরাই বলেন, ‘‘পরিস্থিতি বিবেচনা করে রাজ্য শিক্ষা দফতর ছাত্র-ছাত্রীদের স্বার্থে যথাযথ সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ শিক্ষামন্ত্রী কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রেখে রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য সঠিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিবৃতি দিয়েছেন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − thirteen =