বছর শেষে রাজ্যে প্রথম শিক্ষা উৎসবের ঘোষণা শিক্ষামন্ত্রীর

কলকাতা: রাজ্যের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নয়া উৎসবের ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ বছর শেষে ফের এই প্রথম হবে শিক্ষা উৎসব বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷ সরকারি উদ্যোগে বছর শেষে সরকারি উদ্যোগে আয়োজিত হবে বিরাট শিক্ষা উৎসব৷ তৃণমূলের তরফে ডাকা সাংবাদিক বৈঠকে সরকারি ঘোষণা করে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, রাজ্যে এই প্রথম শিক্ষা উৎসব আয়োজন করতে চলেছে রাজ্য সরকার৷ আগামী

বছর শেষে রাজ্যে প্রথম শিক্ষা উৎসবের ঘোষণা শিক্ষামন্ত্রীর

কলকাতা: রাজ্যের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নয়া উৎসবের ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ বছর শেষে ফের এই প্রথম হবে শিক্ষা উৎসব বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷ সরকারি উদ্যোগে বছর শেষে সরকারি উদ্যোগে আয়োজিত হবে বিরাট শিক্ষা উৎসব৷

তৃণমূলের তরফে ডাকা সাংবাদিক বৈঠকে সরকারি ঘোষণা করে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, রাজ্যে এই প্রথম শিক্ষা উৎসব আয়োজন করতে চলেছে রাজ্য সরকার৷ আগামী ৩০ ও ৩১ জানুয়ারি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে রাজ্যে প্রথম শিক্ষা উৎসব হবে বলে ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

রাজ্য সরকারের এই উদ্যোগকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে শিক্ষক মহলে তরফে৷ রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষকদের একাংশ৷ তবে অনেকেই বলছেন, শিক্ষা উৎসব পালনের টাকা যদি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করা যেত, তাহলে বেশি ভালো হত না? যেখানে বাংলার পড়ুয়াদের এখনও ৪-৫টাকায় মিড ডে মিল দেওয়া হয়, রাজ্য ও কেন্দ্রের টানাটানির মাঝে যেখানে পড়ুয়াদের পাতে ওঠে নুন-ভাত, সেখানে শিক্ষা উৎসব আদৌ কার্যকর ভূমিকা নেবে? শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এই উৎসব যথাযথভাবে পালন করা হলে আদতে শিক্ষার মান উন্নত হবে? সেদিকেই দিকে তাকিয়ে রয়েছেন শিক্ষক মহলে বড় অংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *