ফেলে দেওয়া কার্ডবোর্ডের বাক্স হল স্কুলের ডেস্ক, IIT পড়ুয়ারা হাসি ফোটাল ৪০০ ছাত্রছাত্রীর মুখে

আজ বিকেল: শিশুরা চাইলে কিনা করতে পারে, যদি তারা ভাবে তারই মতো কিছু ছোট্ট বন্ধু অভাবের মধ্যে পড়াশোনা করছে। তার কাছে তো স্বাচ্ছন্দ্যের কোনও অভাব নেই সেই কষ্টে থাকা বন্ধুদের জন্য তারা কিছু করল। হ্যাঁ এমন উদ্যোগে ব্রতী হয়ে নজির গড়ল মাদ্রাজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পড়ুয়ারা। ব্যবহৃত ও বাতিল কার্ডবোর্ড থেকে পরিবেশ বান্ধব ডেস্ক বানিয়ে ফেলল

ফেলে দেওয়া কার্ডবোর্ডের বাক্স হল স্কুলের ডেস্ক, IIT পড়ুয়ারা হাসি ফোটাল ৪০০ ছাত্রছাত্রীর মুখে

আজ বিকেল: শিশুরা চাইলে কিনা করতে পারে, যদি তারা ভাবে তারই মতো কিছু ছোট্ট বন্ধু অভাবের মধ্যে পড়াশোনা করছে। তার কাছে তো স্বাচ্ছন্দ্যের কোনও অভাব নেই সেই কষ্টে থাকা বন্ধুদের জন্য তারা কিছু করল। হ্যাঁ এমন উদ্যোগে ব্রতী হয়ে নজির গড়ল মাদ্রাজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পড়ুয়ারা। ব্যবহৃত ও বাতিল কার্ডবোর্ড থেকে পরিবেশ বান্ধব ডেস্ক বানিয়ে ফেলল তারা। একটা দুটো নয়, এমনই চারশো ডেস্ক। যেগুলি এবছর চেন্নাইয়ের বিভিন্ন সরকারি স্কুলে বন্টন করা হয়েছে।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

মাদ্রাজের এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পড়ুয়ারা প্রতিবছরই অভিনব কিছু কাজ করে বাহবা কুড়িয়েছে। এবারও তার ব্যতিক্রম ঘটল না, তাদের একটাই লক্ষ্য থাকে আর্থিক সচ্ছলতায় পিছিয়ে থাকা ছাত্রছাত্রীরা যাতে স্কুলে গিয়ে প্রাথমিক সহযোগিতা টুকু পায়। বলা বাহুল্য আমাদের দেশের বিভিন্ন রাজ্যে থাকা সরকারি স্কুলগুলি নানারকম অবহেলার মধ্যে দিয়ে চলছে। সেখানে পড়তে আসা পড়ুয়ারা ঠিকমতো স্বাস্থ্য সচেতনতা পাঠ পায় না।তবে তাতে কি, ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়ারাতো তাদের কথা ভাবে। সেইজন্যেই গতবছর হ্যান্ডওয়াশ তৈরি করে সংশ্লিষ্ট স্কুলগুলিতে বিলি করেছিল এই পড়ুয়ারা।এবার সেই ছাত্র-ছাত্রীদের জন্য নিজেদের হাতে ডেস্ক বানিয়ে দিলো তারা। গতবছর হ্যান্ডওয়াশ বিলি করতে গিয়ে আই আই টি এম এর পড়ুয়ারা দেখে ওই ছাত্র ছাত্রীরা মাটিতে বসে পড়াশোনা করছে ।তাদের কাছে ডেস্ক পর্যন্ত নেই। এরপর এনিয়ে ভাবনা চিন্তা শুরু হয়, প্রথমেই ব্যবহৃত ও বাতিল কার্ডবোর্ড জোগাড় করা হয় বিভিন্ন ই-কমার্সের সংস্থায় আবেদন নিবেদন করে। তাছাড়া কার্ডবোর্ড জোগাড় করতে চেন্নাইয়ের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে এই কাজ করেছে। তারপর সেগুলি দিয়েই তৈরি হয় ডেস্ক। ডেস্কের কিনারা গুলোকে নিরাপদ করতে টেপ লাগিয়ে দেয় তারা। যাতে ছোট ছোট ছেলেমেয়েরা পড়তে বসে অযথা ব্যথা না পায়। চলতি বছরের আগস্ট মাসে এই মহান কর্মোদ্যোগ শুরু হয়েছিল অক্টোবর থেকে সরকারি স্কুলগুলিতে ডেস্ক বিলি শুরু হয়ে যায়। আই আই টি এম এর পড়ুয়াদের এই উদ্যোগে খুশি শিক্ষক মহল, কেননা এই উদ্যোগ শুধু পরিবেশবান্ধব ডেস্কের জন্য নয় ,মানুষের পাশে দাঁড়ানোর জন্য। একই সঙ্গে পড়ুয়াদের উদ্ভাবনী শক্তির বিকাশের জন্য এটিই উল্লেখনীয়।

var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);

বলাবাহুল্য এর আগে লাইব্রেরি তৈরির উদ্যোগ নিয়েছিল এই পড়ুয়ারা । সেজন্য বাড়িতে পড়ে থাকা বই নিয়েই চেন্নাইয়ের অপেক্ষাকৃত দরিদ্র এলাকায় তারা লাইব্রেরি তৈরি করে। যাতে সেখানকার ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে পড়ার অভ্যাস তৈরি হয়ে যায়। আই আই টি এম এর এগারো জনের একটি দল এই জনহিতকর কাজে নিজেদের নিয়োজিত রেখেছে। পাশাপাশি চলছে পড়াশোনার পাঠ। তবে এবার ডেস্ক বিলি করে খুশি হলেও মনে শান্তি নেই তাদের। প্লাস্টিক দূষণ বাড়াচ্ছে,সেটা নিয়েও তারা ভাবনাচিন্তা শুরু করেছে। তাই ফেলে দেওয়া জলের বোতল থেকে এক ধরনের ইট বানানোর কাজে ইতিমধ্যেই বুঁদ হয়ে গিয়েছে এই পড়ুয়ারা। ওই ইট দিয়েই চেন্নাইয়ের গ্রামগুলিতে তৈরি হবে শৌচাগার। গ্রামের মানুষ আর্থিকভাবে একেবারেই অসচ্ছল, তাদের দুবেলা ভাতই জোটে না। তাই শৌচাগার তৈরি করে স্বচ্ছ ভারতের অভিযানে নিজেদের নাম লেখাতে পারেননি সরকারি উদ্যোগে ও তেমন কিছু হয়নি। তাই সেই মহান দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে চলেছে আই আই টি এম এর পড়ুয়ারা। প্লাস্টিক দিয়েই তৈরি হচ্ছে ইট ইতিমধ্যেইপরীক্ষামূলক ভাবে বেশ কিছু ইট তৈরি করে ফেলেছে তারা। কাজ আরও একটু এগোলে গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথাও সেরে নেবে। কথা পাকা হলেই শৌচাগার তৈরির কাজ শুরু হয়ে যাবে।

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − five =