কলকাতা: কলেজে ভর্তি প্রক্রিয়ায় দ্বিতীয়বার সুযোগ দিচ্ছে রাজ্য শিক্ষা দপ্তর৷ অনলাইনে আবেদন একাধিক গলদ দেখা দেওয়ার তা সংশোধের সুযোগ দেওয়া হবে পড়ুয়াদের৷ সংশোধন করে ফের অবেদন পাঠানো যাবে৷ কিন্তু, হঠাৎ কেন এই ব্যবস্থা?
জানা গিয়েছে, এখনও বহু কলেজে আসন ফাঁকা পড়ে রয়েছে৷ কিন্তু, সেখানে পর্যাপ্ত পড়ুয়া পাওয়া যাচ্ছে না৷ মূলত, অনলাইনে আবেদনের সময় বেশ কিছু গলদ দেখা দেওয়ায় মেধাতালিকা তৈরি করতে সমস্যা হচ্ছে৷ ফলে, সবাইকে যাতে সুযোগ দেওয়া যায়, তা নিশ্চিত করতে দ্বিতীয় বারের জন্য আবেদনপত্র সংশোধন করা যাবে বলে জানিয়েছেন শিক্ষামনন্ত্রী৷