দায়বদ্ধতার পাঠ দিতে নয়া সিলেবাস আনছে শিক্ষা দপ্তর

কলকাতা: শিশু মন মাটির মতো নরম৷ তাকে যেমন আকার দেওয়া হবে, তেমন রূপ নেবে সে৷ শিশু অবস্থা থেকেই তাদের মনে মূল্যবোধের বীজ বপন করতে অভিনব উদ্যোগ নিতে চলেছে রাজ্যের শিক্ষা দপ্তর৷ প্রবীণদের প্রতি পড়ুয়াদের আচরণ, দায়বদ্ধতা নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে পাঠ্য বইয়ে বিশেষ অধ্যায়ের যোগ করা হতে চলেছে রাজ্য৷ জানা গিয়েছে, আগামী বছর থেকে পঞ্চম

দায়বদ্ধতার পাঠ দিতে নয়া সিলেবাস আনছে শিক্ষা দপ্তর

কলকাতা: শিশু মন মাটির মতো নরম৷ তাকে যেমন আকার দেওয়া হবে, তেমন রূপ নেবে সে৷ শিশু অবস্থা থেকেই তাদের মনে মূল্যবোধের বীজ বপন করতে অভিনব উদ্যোগ নিতে চলেছে রাজ্যের শিক্ষা দপ্তর৷ প্রবীণদের প্রতি পড়ুয়াদের আচরণ, দায়বদ্ধতা নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে পাঠ্য বইয়ে বিশেষ অধ্যায়ের যোগ করা হতে চলেছে রাজ্য৷ জানা গিয়েছে, আগামী বছর থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণির স্বাস্থ্য ও শারীর শিক্ষার বইয়ে নতুন এই অধ্যায়টি যুক্ত হতে পারে৷

এই নতুন অধ্যায় সম্পর্কে সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদারের সংবাদমাধ্যমে জানিয়েছেন, বয়স্কদের সুবিধার্থে নানান উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷ তার অন্যতম অঙ্গ নয়া পাঠ্যক্রম৷ যার ফলে নতুন প্রজন্ম তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সঠিক ধারণা এর মধ্য দিয়ে পেতে পারবে৷ সম্প্রতি শহর থেকে মফস্বল সর্বত্রই রাজ্যের প্রবীণ নাগরিকদের ওপর দিন বেড়েই চলেছে অত্যাচারের মাত্রা৷ আর দুঃখের বিষয়, এই অত্যাচারীদের অধিকাংশই তাদের আপনজন অথবা নিজের সন্তান৷ প্রায় সংবাদ শিরোনামে দেখা যায়, প্রবীণদের অত্যাচারিত হওয়ার ঘটনা৷ এবার তাদের রক্ষার্থেই নতুন প্রজন্মের হাত ধরে নয়া পদক্ষেপ নেওয়র সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য৷

আগামী বছরের এই নতুন সিলেবাসে বয়স্কদেরও যোগ্য সম্মান ও মর্যাদা দেওয়ার পাশাপাশি তাদের ন্যায্য অধিকারের কথাও উল্লেখ করা হতে পারে সেখানে৷ এছাড়াও তাঁদের ব্যক্তিগত জীবনের নানান চাহিদার কথা তুলে ধরা হতে পারে৷ পাশাপাশি শিক্ষার্থীরা বয়স্কদের পরামর্শ মেনে চলা উচিত কিনা, তাও বিস্তারিত বিবরণ থাকবে৷ এছাড়াও ছাত্রছাত্রীদের একঘেয়েমি দূর করতে বয়স্কদের প্রতি তাদের কর্তব্যের বিষয়ে নানারকম ছড়াও থাকবে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =