ফের শিক্ষকদের ‘পায়ে বেড়ি’ পরাতে উদ্যোগ নিল শিক্ষা দপ্তর

কলকাতা: পড়ুয়ারা কী শিখবে, তাদের কী পড়ানো হবে, তা আগে থেকেই বলে দেওয়া থাকবে। সেই মতো শিশুরা তা শিখল কি না, তা অভিভাবকরাও মিলিয়ে নিতে পারবেন। এমনই উদ্যোগ নিয়েছে শিক্ষা দপ্তর। সেই অনুসারে এবার ক্লাসে পড়াতে যাওয়ার আগে শিক্ষকদের খাতায় লিখে যেতে হবে, তিনি কী পড়াবেন। তাতে শিক্ষকদের গাছাড়া মনোভাব ধরা যাবে বলেই মনে করা

ফের শিক্ষকদের ‘পায়ে বেড়ি’ পরাতে উদ্যোগ নিল শিক্ষা দপ্তর

কলকাতা: পড়ুয়ারা কী শিখবে, তাদের কী পড়ানো হবে, তা আগে থেকেই বলে দেওয়া থাকবে। সেই মতো শিশুরা তা শিখল কি না, তা অভিভাবকরাও মিলিয়ে নিতে পারবেন। এমনই উদ্যোগ নিয়েছে শিক্ষা দপ্তর। সেই অনুসারে এবার ক্লাসে পড়াতে যাওয়ার আগে শিক্ষকদের খাতায় লিখে যেতে হবে, তিনি কী পড়াবেন। তাতে শিক্ষকদের গাছাড়া মনোভাব ধরা যাবে বলেই মনে করা হচ্ছে। এজন্য সরকারের তরফে শিক্ষকদের ডায়েরি প্রদান করা হবে বলে শিক্ষা দপ্তর সূত্রে খবর। প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষকদের এই কাজ করতে হবে। ডায়েরি সংক্রান্ত বিষয় নিয়ে একটি প্রশিক্ষণও দেওয়া হয়েছে শিক্ষকদের।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

দপ্তর সূত্রে খবর, যে ডায়েরি তৈরি করা হয়েছে, তাতে যেমন শিক্ষকরা কী পড়াবেন লিখতে হবে, তেমনই সেই পাঠ দেওয়ার জন্য শিক্ষকরা কোনও মাধ্যম ব্যবহার করেছেন কি না, ক্লাসের পর লার্নিং আউটকাম কী, তাও লিখতে হবে সেখানে। এরপর সেই পিরিয়ড নিয়ে একটি সার্বিক মন্তব্যও লিপিবদ্ধ করার কথা রয়েছে শিক্ষকদের। সম্প্রতি শিক্ষক-প্রধান শিক্ষকদের একটি প্রশিক্ষণ হয়েছিল। প্রশিক্ষণের মূল বিষয় ছিল নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন (সিসিই)। লার্নিং আউটকামের লক্ষ্যে পৌঁছনোর জন্যই শিক্ষকদের সেই পাঠ দেওয়া হয়েছিল। সেখানেই এই ডায়েরির কথা বলা হয়। কয়েকজন বর্ষীয়ান শিক্ষকের মতে, স্কুলে যাচ্ছি, পড়াচ্ছি, চলে আসছি- সেই মনোভাব থেকে এবার শিক্ষকদের বেরতে হবে। ক্লাসে যা পড়ানো হচ্ছে, তার ফল কী, সেই লক্ষ্য নিয়েই এবার শিক্ষকদের ক্লাস করাতে হবে। শিক্ষামহলের মতে, এই উদ্যোগের ফলে শিক্ষকরা নিজেদের অডিট নিজেরাই করে ফেলতে পারবেন।

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 4 =