স্কুলে ছাত্র ভর্তিতে কড়া বিধি আনছে কমিশন

কলকাতা: ‘সিঙ্গল মাদার’, ডিভোর্সি এবং বিধবা মায়ের সন্তান-সন্ততিদের স্কুলে ভর্তির সময় যাতে কোনও সমস্যা না হয়, তারজন্য বিধি তৈরির সুপারিশ করল শিশুদের অধিকার রক্ষায় নিয়োজিত রাজ্য কমিশন (ডব্লুবিসিপিসিআর)। এই বিধি না মানলে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছে তারা। রাজ্য সরকারের নারী ও শিশুকল্যাণ, সামাজিক সুরক্ষা দপ্তর, ডিরেক্টরেট অফ চাইল্ড রাইটস অ্যান্ড

স্কুলে ছাত্র ভর্তিতে কড়া বিধি আনছে কমিশন

কলকাতা: ‘সিঙ্গল মাদার’, ডিভোর্সি এবং বিধবা মায়ের সন্তান-সন্ততিদের স্কুলে ভর্তির সময় যাতে কোনও সমস্যা না হয়, তারজন্য বিধি তৈরির সুপারিশ করল শিশুদের অধিকার রক্ষায় নিয়োজিত রাজ্য কমিশন (ডব্লুবিসিপিসিআর)। এই বিধি না মানলে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছে তারা। রাজ্য সরকারের নারী ও শিশুকল্যাণ, সামাজিক সুরক্ষা দপ্তর, ডিরেক্টরেট অফ চাইল্ড রাইটস অ্যান্ড ট্রাফিকিং এবং স্কুলশিক্ষা দপ্তরকে এই সুপারিশ করেছে তারা। কমিশনের তরফে সরকারের এই দপ্তরগুলিকে বলা হয়েছে, ২০১৮ সালে সিঙ্গল মাদারদের সন্তানদের স্কুলে ভর্তি করানো নিয়ে বেশ কিছু সমস্যার অভিযোগ তাদের কাছে এসেছে। এমন বিধি তৈরি করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে স্কুলগুলি শিশুদের কোনওভাবেই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করতে না পারে। এর জন্য ২০০৯ সালের শিক্ষার অধিকার আইনের কথাও উল্লেখ করা হয়েছে ওই সুপারিশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =