কলকাতা: নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষ করে সোজা নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বালিগঞ্জ সার্কুলার রোডের নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী৷ সেখানে দীর্ঘক্ষণ তাঁর সঙ্গে কথা বলেন৷ ঘরোয়া বৈঠকে গান গাইতে দেখা যায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনকে৷
আজ মন্ত্রিসভার বৈঠক শেষ করে নবান্ন থেকে সোজা বালিগঞ্জ সার্কুলার রোডের নোবেল জয়ীর মায়ের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী৷ আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সেখানে পৌঁছে যান৷ বালিগঞ্জ সার্কুলার রোডের অভিজিতবাবুর মায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়ে সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলেন৷ এমনকী, অভিজিতবাবুর মায়ের স্বাস্থ্যের সন্ধান দেন তিনি৷ দীর্ঘক্ষণ অভিজিতবাবুর মায়ের বাড়িতে সময় কাটানো মমতা বন্দ্যোপাধ্যায়৷
দু’জনের মধ্যে দীর্ঘ আলোচনা হয় তাঁদের৷ আড্ডা গল্পের পাশাপাশি মুখ্যমন্ত্রী মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গান গাইতে বলেন৷ সেখানে ইন্দ্রনীলের সঙ্গে সুরে সুর মেলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অভিজিৎবাবুর মায়ের সঙ্গে দেখা করার পর নির্মলাদেবীর পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মাসিমা বলেছেন তিনি আমাদের সহযোগিতা করবেন৷ উনি কৃষিতে শেষ উৎসাহী৷ আমি সচিবকে বলেছি, তাঁকে কীভাবে কাজে লাগানো যায় তা দেখতে৷’’
অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ১৯৬১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন৷ বাবা দীপক বন্দ্যোপাধ্যায় ছিলেন কলকাতা প্রেসিডেন্সি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান৷ মাও ছিলেন অর্থনীতির পড়ুয়া৷ মা নির্মলা বন্দ্যোপাধ্যায় ছিলেন সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস, কলকাতার অর্থনীতি বিভাগের অধ্যাপক৷ এখন তিনি বন্ধন ব্যাংকের পরামর্শদাতা হিসাবে কাজ করছেন৷