পাঠ্যসূচি থেকে যাচ্ছে বাদ টিপু সুলতানের ইতিহাস, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরুর: টিপু সুলতানের ইতিহাসকে এবার কার্যত মুছে দিতে উদ্যোগ নিল বিজেপি সরকার কর্ণাটক সরকার৷ আর তার প্রথম পদক্ষেপ হিসাবে পাঠ্যসূচি থেকে বাদ পড়তে চলেছে টিপু সুলতানের ইতিহাস৷ শুধু তাই নয় এবার টিপু সুলতানের জন্মজয়ন্তী পালন করবে না কর্ণাটকে বিজেপি সরকার৷ সাংবাদিক বৈঠক করে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিয়ুরাপ্পা জানান, টিপু সুলতানের বিষয়টি স্কুলের পাঠ্য বই থেকে

পাঠ্যসূচি থেকে যাচ্ছে বাদ টিপু সুলতানের ইতিহাস, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরুর: টিপু সুলতানের ইতিহাসকে এবার কার্যত মুছে দিতে উদ্যোগ নিল বিজেপি সরকার কর্ণাটক সরকার৷ আর তার প্রথম পদক্ষেপ হিসাবে পাঠ্যসূচি থেকে বাদ পড়তে চলেছে টিপু সুলতানের ইতিহাস৷ শুধু তাই নয় এবার টিপু সুলতানের জন্মজয়ন্তী পালন করবে না কর্ণাটকে বিজেপি সরকার৷

সাংবাদিক বৈঠক করে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিয়ুরাপ্পা জানান, টিপু সুলতানের বিষয়টি স্কুলের পাঠ্য বই থেকে বাদ দেওয়া হবে৷ তবে বিজেপি সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে৷ জানা গিয়েছে, বিজেপি বিধায়কের পরামর্শেই এই সিদ্ধান্ত নিতে চলেছে সরকার৷ ওই বিধায়ক টিপু সুলতানের ইতিহাস পাঠ্য বই থেকে বাদ দেওয়ার আর্জি জানান শিক্ষামন্ত্রী সুরেশ কুমারের কাছে৷ তারপর শিক্ষা মন্ত্রী আর্জিনামা পাঠিয়ে দেন স্কুল কমিটির কাছে৷

গোটা কর্ণাটকজুড়ে টিপু সুলতানকে পুজো করা হয়৷ টিপু সুলতানকে কর্ণাটকবাশির আইডল বলে মনে করেন৷ সেখানে দাঁড়িয়ে টিপু সুলতানের ইতিহাস মুছে ফেলা হচ্ছে কেন? বিজেপির দাবি, টিপু সুলতান ছিলেন ক্ষমতালোভী শাসক৷ বিজেপি নেতারা মনে করেন, টিপু সুলতানের আগ্রাসন নীতির দক্ষিণ ভারতের একাধিক অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছিল৷ সেই সময় সমস্যায় পড়তে হয়েছিল বহু মানুষকে৷

কিন্তু ইতিহাস বলছে, ইংরেজরা যখন মহীশূর দখল করতে আসে, তখন টিপু সুলতানের নীতির কাছে পরাজিত হতে হয় তাদের৷ শুধু তাই নয়, প্রথম থেকেই টিপু সুলতান ইংরেজদের কাছে বশ্যতা স্বীকার করেননি৷ বরং ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান৷ বীর টিপু সুলতানের গৌরবান্বিত ইতিহাসকে মাথায় রেখে কংগ্রেস তার জন্ম জয়ন্তী পালন করার ঘোষণা করেছে৷ তবে কর্ণাটক সরকারের এই সিদ্ধান্তের পর কংগ্রেসের নেতা জানিয়েছেন, বিজেপি সরকার আসলে কর্ণাটকের বন্যার ঘটনা থেকে নরজ ঘোরাতে টিপু সুলতানের ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করছে৷ কর্ণটকের মানুষ এই সিদ্ধান্ত মেনে নেবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =