নয়াদিল্লি: দেশে অভিন্ন শিক্ষার পাঠ্যক্রম চালু করা সম্ভব নয়, সংসদে এমনটাই জানালেন কেন্দ্রীয় মানব সম্পদ বিকাশ মন্ত্রী রমেশ পোখরিয়াল৷
সংসদে তিনি বলেন, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড রিসার্চ ট্রেনিং(এনসিআরটি) দ্বারা বিকাশ প্রাপ্ত ন্যাশনাল কাউন্সিল ফ্রেমওয়ার্ক (এনসিএফ) সমস্ত স্কুলের পাঠক্রম ও পাঠ্যপুস্তকের উন্নয়নের দিশা নির্দেশ ও নির্ধারণ করে৷ সেক্ষেত্রে রাজ্যগুলিকে হয় এনসিআরটি সিলেবাস এবং পাঠ্যপুস্তক বেছে নিতে হবে অথবা ন্যাশনাল কাউন্সিল ফ্রেমওয়ার্ক ফ্রেমওয়ার্কের সাহায্যে নিজেদের সিলেবাস এবং পাঠ্যপুস্তকের মানোন্নয়ন করতে হবে৷ যেহেতু সংবিধানের যুগ্ম তালিকায় শিক্ষা একটি বিষয় এবং বেশিরভাগ স্কুলগুলি রাজ্য সরকারের অধীনে রয়েছে৷ সেক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নিজেদেরই পাঠ্যপুস্তক এবং পাঠ্যক্রমের বিষয় সিদ্ধান্ত নেওয়া উচিত৷ সংশ্লিষ্ট শিক্ষা পরিষদগুলি এই নিয়ম সম্পর্কে অবগত৷
তিনি আরও বলেন, এনসিএফের মূলে রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং সাংবিধানিক দায়বদ্ধতা৷ ভারতের সাধারণ সাংস্কৃতিক ঐতিহ্য, সমতাবাদ, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, যৌনতা, পরিবেশ রক্ষা, সামাজিক বাধা অপসারণ ও বিজ্ঞানমনস্কতা উৎসাহ দেওয়ার মত বিষয়গুলির মূল্যবোধ বাড়াতে গতানুগতিক পাঠক্রমে কাটছাঁট করে এই ধরনের বিষয়গুলি মাথায় রেখে পাঠক্রমে তৈরির ক্ষেত্রে নতুন করে পরিকল্পনা করা উচিত বলেও মত প্রকাশ করেন তিনি ৷