নয়াদিল্লি: শিক্ষা ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷ খুব শীঘ্রই নতুন শিক্ষানীতি আনতে চলেছে কেন্দ্র৷ পূর্ণাঙ্গ বাজেট পেশ করে একথা জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷
বাজেট পেশ করে অর্থমন্ত্রী প্রস্তাব দিয়েছেন, দেশে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে ৪০০ কোটি টাকা ব্যয় করা হবে৷ স্কুল লেভেলে রোবোটিক্স ও আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স নিয়ে গবেষণা জন্য পরিকাঠামোও গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী৷ বিদেশি পড়ুয়ারা যাতে ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে আগ্রহী হন, তার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ কথাও বলা হয়েছে বাজেটে৷ ভারতকে বিশ্বের অন্যতম এডুকেশনাল হাব তৈরির পরিকল্পনার কথাও জানান বাজেট প্রস্তাবে৷ উচ্চশিক্ষা কমিশনের জন্য একটি খসড়া নীতি থেকে ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে একটি জাতীয় ক্রীড়াশিক্ষা বোর্ডও গড়ার প্রস্তাব দেন অর্থমন্ত্রী৷ যুব সমাজে শিক্ষার বিকাশ ও চাকরির সংস্থানের উপরেও কেন্দ্র বিশেষ জোর দিতে চলেছে বলে জানান সীতারামন৷