বয়স মাত্র ৯ বছর বয়সেই মাধ্যমিক দেবে এই বালক

উত্তরপ্রদেশ : মাত্র ৯ বছর বয়সে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে উত্তরপ্রদেশের রাষ্ট্রাম আদিত্য শ্রী কৃষ্ণ৷ উঠেছে দশমশ্রেণিতে৷ স্কুল ও পরিবারের সহযোগিতায় মাধ্যমিক জয়ের প্রস্তুতি আদিত্যর৷ গণিত থেকে শুরু করে সোশ্যাল সায়েন্স তার প্রিয় বিষয় হয়ে উঠেছে৷ তবে বোর্ডের নিয়ম বলছে, ১৪ বছর বয়স না হলে মাধ্যমিক পরীক্ষা দেওয়া যায় না৷ তবে, এই পড়ুয়ার মেধা দেখে

বয়স মাত্র ৯ বছর বয়সেই মাধ্যমিক দেবে এই বালক

উত্তরপ্রদেশ : মাত্র ৯ বছর বয়সে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে উত্তরপ্রদেশের রাষ্ট্রাম আদিত্য শ্রী কৃষ্ণ৷ উঠেছে দশমশ্রেণিতে৷ স্কুল ও পরিবারের সহযোগিতায় মাধ্যমিক জয়ের প্রস্তুতি আদিত্যর৷ গণিত থেকে শুরু করে সোশ্যাল সায়েন্স তার প্রিয় বিষয় হয়ে উঠেছে৷

বয়স মাত্র ৯ বছর বয়সেই মাধ্যমিক দেবে এই বালকতবে বোর্ডের নিয়ম বলছে, ১৪ বছর বয়স না হলে মাধ্যমিক পরীক্ষা দেওয়া যায় না৷ তবে, এই পড়ুয়ার মেধা দেখে ইউপি বোর্ড আদিত্যকে ছাড় দিয়েছে৷ হিন্দি ছাড়াও ইংলিশ, ফ্রেঞ্চ সব ভাষাতেও দক্ষ হয়ে উঠেছে আদিত্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =