পরীক্ষাকেন্দ্রে ফোন হাতে ধরা পড়লেই শিক্ষককে সাসপেন্ড করবে পর্ষদ

কলকাতা: মঙ্গলবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা৷ প্রশ্ন ফাঁস রুখতে এবার ফোনের উপর বিধিনিষেধ চাপাল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ৷ শুধু পরীক্ষার্থীদের উপরই নয়, এবার স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের উপরও জারি হয়েছে বিধিনিষেধ৷ পর্ষদের তরফে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালীন শিক্ষক বা অশিক্ষক কর্মী মোবাইল সহ ধরা পড়লেই তাঁকে সাসপেন্ড করা হবে৷ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর কাছে মোবাইল

পরীক্ষাকেন্দ্রে ফোন হাতে ধরা পড়লেই শিক্ষককে সাসপেন্ড করবে পর্ষদ

কলকাতা: মঙ্গলবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা৷ প্রশ্ন ফাঁস রুখতে এবার ফোনের উপর বিধিনিষেধ চাপাল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ৷ শুধু পরীক্ষার্থীদের উপরই নয়, এবার স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের উপরও জারি হয়েছে বিধিনিষেধ৷ পর্ষদের তরফে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালীন শিক্ষক বা অশিক্ষক কর্মী মোবাইল সহ ধরা পড়লেই তাঁকে সাসপেন্ড করা হবে৷ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া গেলেও একই ভাবে তার পরীক্ষা বাতিলও করা হবে বলে বিজ্ঞপ্তি জেলায় জেলায় পাঠানো হয়েছে৷ আগামী মঙ্গলবার বোর্ডের পরীক্ষায় বসতে চলেছে ১১ লক্ষ পরীক্ষার্থী৷

অন্যদিকে, উচ্চ মাধ্যমিকের প্রশ্ন ফাঁস হওয়া রুখতে এবার প্রযুক্তি ব্যবহারের পথে হাঁটতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ মোবাইল সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার উপর জারি হয়েছে বিধিনিষেধ৷ নিষেধ উপেক্ষা করে কোনও প্রার্থী যদি ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলেন, তাহলে বিশেষ যন্ত্র তা চিহ্নিত করে দেবে৷ প্রধান শিক্ষকের ঘরে বসানো থাকবে এই যন্ত্র৷

পরীক্ষা কেন্দ্রের মধ্যে কোনও ফোনের অস্তিত্ব পেলেই জানান দেবে এই যন্ত্র৷ ফলে, অভিযুক্তকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে পারবে সংসদ৷ বিধি না মানার অভিযোগে বাতিল হতে পারে অভিযুক্তের পরীক্ষা৷ প্রতিটি কেন্দ্রেই মোবাইল স্ক্যানার লাগানো হবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে৷ আগামী ২৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ কমপক্ষে ৮ লক্ষ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকে বসছেন৷ ফলে, পরীক্ষা নির্বিঘ্নে শেষ করাতে এবার প্রযুক্তি নির্ভরতা বাড়াচ্ছে সংসদ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =