কলকাতা: বুধবার প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আজ বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ভর্তি প্রক্রিয়া নিয়ে স্কুলগুলিকে নির্দেশিকা পাঠাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। করোনা আবহে সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করে নির্ধারিত সময়সীমার মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য স্কুলগুলিকে আবেদন জানানো হয়েছে৷
নির্দেশিকা অনুসারে –
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অন্তর্ভুক্ত যে স্কুলগুলিতে একাদশ ও দ্বাদশ শ্রেণি আছে, সেই স্কুল এবং অন্যান্য স্কুল থেকে দশম শ্রেণি উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের একাদ্বশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত নির্দেশিকা জারি করতে হবে আগামী ২০ জুলাই ২০২০-র মধ্যে।
নিজেদের স্কুলের মাধ্যমিক উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে পয়লা আগস্ট,২০২০ এবং শেষ করতে হবে ১০ আগস্টের মধ্যে। অন্যান্য স্কুল থেকে আগত মাধ্যমিক উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে ১১ আগস্ট থেকে, ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে ৩১ আগস্ট ২০২০-র মধ্যে। অন্য ছাত্র-ছাত্রীদের ভর্তি প্রক্রিয়ায় অনুমতি দেওয়া হবে না৷ পরিবর্তে উপযুক্ত নথি দেখিয়ে অভিভাবকদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে৷
ভর্তি প্রক্রিয়া চলাকালীন অভিভাবকদের রযথাযথ করোনা সতর্কতাবিধি মেনে সঠিকভাবে মাস্ক পড়তে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে৷ একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে আগের বছরের তুলনায় সমস্ত বিভাগের আসন সংখ্যা কমাতে হবে। পরবর্তীকালে কোনও সংশোধনী থাকলে তা জানতে স্কুল কর্তৃপক্ষকে জেলার স্কুল পরিদর্শকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে৷ সরকার কর্তৃক বিভিন্ন সময়ে জারি করা করোনা সংক্রান্ত সমস্ত নিয়ম বিধি মেনে চলতে হবে স্কুল কর্তৃপক্ষকে।
পুরো প্রক্রিয়াটি সহজভাবে সম্পন্ন করতে স্কুলগুলির জেলা পরিদর্শক ও কর্তৃপক্ষকে সম্ভাব্য সমস্ত রকম সাহায্যের জন্য জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের কাছে আবেদন জানানো হয়েছে।