মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকায় বদল আনল পর্ষদ

কলকাতা: ফের রদবদল হল মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকায়৷ গত বছরের ৮ ডিসেম্বর এক নির্দেশিকায় জানানো হয়েছে, প্রধান শিক্ষকের পরিবর্তে সহকারী প্রধান বা প্রবীণ শিক্ষক ভেন্যু সুপারভাইজার হবেন৷ পর্ষদ সভাপতির এই নির্দেশে শোরগোল পড়ে যায়৷ উপসচিব (পরীক্ষা) আবার চলতি বছরের ২২ জানুয়ারি এক নতুন নির্দেশিকা বের করেন৷ তাতে সহকারি প্রধান ও স্কুলের প্রবীণ সহকারি শিক্ষকের আগে

মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকায় বদল আনল পর্ষদ

কলকাতা: ফের রদবদল হল মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকায়৷ গত বছরের ৮ ডিসেম্বর এক নির্দেশিকায় জানানো হয়েছে, প্রধান শিক্ষকের পরিবর্তে সহকারী প্রধান বা প্রবীণ শিক্ষক ভেন্যু সুপারভাইজার হবেন৷

পর্ষদ সভাপতির এই নির্দেশে শোরগোল পড়ে যায়৷ উপসচিব (পরীক্ষা) আবার চলতি বছরের ২২ জানুয়ারি এক নতুন নির্দেশিকা বের করেন৷ তাতে সহকারি প্রধান ও স্কুলের প্রবীণ সহকারি শিক্ষকের আগে প্রধান শিক্ষক কথাটা জুড়ে দেন৷ সেই সঙ্গে জানানো হয়, এই নিয়োগপত্র দেওয়া হবে অফিসার ইনচার্জের যোগ্যতা বিবেচনা করে৷ প্রশ্ন উঠেছে, কেন সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব বদল করা হল? সভাপতির বদলে উপসচিবের (পরীক্ষা) নির্দেশ কেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + eighteen =