কলকাতা: কলেজে ভর্তি প্রক্রিয়ার আগে অধ্যক্ষদের সঙ্গে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ আগামী ২০ মে সেই বৈঠক হবে৷ উচ্চশিক্ষা দপ্তরের তরেফ বিজ্ঞপ্তি জারি করে কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে৷
সূত্রের খবর, স্নাতকস্তরে ভর্তি সংক্রান্ত নানা অভাব-অভিযোগ নিয়ে নিয়ে ওই বৈঠকে আলোচনা হতে পারে৷ তবে, ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হবে তা জানা যায়নি৷ কলেজ অধ্যক্ষদের একাংশ বলেছেন, ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে করতে অধ্যক্ষদের বাড়তি কিছু নির্দেশ দেবেন মন্ত্রী৷ তাই হয়তো তাঁদের ডাকা হয়েছে৷ তবে ভর্তির আগে শিক্ষামন্ত্রীর এমন বৈঠক একপ্রকার বেনজির বলেই মনে করছেন অনেকেই৷
একাংশের মতে, প্রতিবারই উচ্চশিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে কলেজকে পাঠানো হয়। তাতে অনলাইন ছাড়া আর কোনওভাবে ভর্তি করানো যাবে না, সেই বার্তাই দেওয়া হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু শুক্রবার দপ্তরের তরফে এই বৈঠক ডাকার কথা ঘোষণা করার ফলে সবাই অবাক হয়েছেন৷ তবে, এতকিছুর পরও ছাত্র ভর্তি নিয়ে উঠে আসা কেলেঙ্কা আদৌ রোখা যাবে, উত্তর দেবে সময়৷