নয়াদিল্লি: ‘সোশ্যাল মিডিয়া দূর হটো’। পরীক্ষার আগে এই মন্ত্র জপ করেই সাফল্য মিলেছে বলে জানালেন সিবিএসই’র দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় প্রথম স্থানাধিকারী ছাত্রী হংসিকা শুক্লা। গাজিয়াবাদের বাসিন্দা হংসিকা ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সাইকোলজি এবং হিন্দুস্থানি সংগীতের প্রতিটিতে একশোয়ে একশো পেয়েছেন। তবে হংসিকার আক্ষেপ একটাই, ইংরেজিতে একশোর বদলে নিরানব্বই পেয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে।
ডিপিএস গাজিয়াবাদের এই কৃতী পড়ুয়া বলেন, ‘এখন আমি আকাশে উড়ছি। এত ভালো ফল হবে আশা করিনি। কিন্তু ইংরেজিতে আর একটা নম্বর বেশি পেলেই একশো হয়ে যেত। খুবই অনুশোচনা হচ্ছে।’ হংসিকার মা গাজিয়াবাদেরই একটি কলেজের অধ্যাপিকা এবং বাবা রাজ্যসভায় সেক্রেটারি পদে কাজ করেন। পড়ার মাঝে অবসর সময়ে গান শুনতে ভালোবাসেন বলে জানিয়েছেন হংসিকা। তাঁর কথায়, ‘পরীক্ষার আগে অবসরে গান শুনতাম। কিন্তু, সোশ্যাল মিডিয়ার ধারেকাছেও যাওয়ার চেষ্টা করিনি। কারণ ওটা মনসংযোগে ব্যাঘাত ঘটায়।’