যোগ্য প্রার্থীর অভাবে থমকে নিয়োগ, ফের আক্ষেপ পার্থর

কলকাতা: গ্রুপ ডি পদে চাকরির জন্য এত প্রতিযোগিতা, আর উপাচার্য হওয়ার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না৷ বুধবার বেথুন কলেজে এসে উপাচার্য পদের জন্য যোগ্য ও ইচ্ছুক প্রার্থীর অভাব নিয়ে ফের আক্ষেপ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তিনি বলেন, কেউই উপাচার্য হতে চাইছেন না৷ কারণ, বিশ্ববিদ্যালয়ে এত বিক্ষোভ, কথায় কথায় ‘কলরব’- এসবের চাপ মাথায় নিয়ে কেউ আর

812b96a3f53a6e03703a348b1bdfb8c4

যোগ্য প্রার্থীর অভাবে থমকে নিয়োগ, ফের আক্ষেপ পার্থর

কলকাতা: গ্রুপ ডি পদে চাকরির জন্য এত প্রতিযোগিতা, আর উপাচার্য হওয়ার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না৷ বুধবার বেথুন কলেজে এসে উপাচার্য পদের জন্য যোগ্য ও ইচ্ছুক প্রার্থীর অভাব নিয়ে ফের আক্ষেপ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

তিনি বলেন, কেউই উপাচার্য হতে চাইছেন না৷ কারণ, বিশ্ববিদ্যালয়ে এত বিক্ষোভ, কথায় কথায় ‘কলরব’- এসবের চাপ মাথায় নিয়ে কেউ আর কাজ করতে চান না৷ তাঁরা একটি কলেজের প্রশাসনিক দায়িত্ব পালন করেই খুশি৷ পার্থবাবু একথা যখন বলছেন, তখন মঞ্চে রয়েছেন বেথুনের অধ্যক্ষা মমতা রায়৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্য (অর্থ) এবং দু’টি কলেজের অধ্যক্ষার দায়িত্ব পালন করা মমতা রায়ের সঙ্গে মঞ্চে ওঠার আগে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন শিক্ষামন্ত্রী৷ তার পরেই পার্থবাবুর এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ৷ তিনি বলেন, যোগ্য প্রার্থীর অভাবেই উপাচার্যদের অবসরের বয়স বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *