বিশ্ববিদ্যালয় থেকে উধাও উত্তরপত্র, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি কর্তৃপক্ষের

ইংরেজবাজার: বিশ্ববিদ্যালয় থেকে উধাও পরীক্ষার্থীদের উত্তরপত্র৷ প্রথম সেমিস্টার উত্তরপত্র গায়েব হয়ে যাওয়ায় থমকে ফলাফল৷ নেওয়া যাচ্ছে না দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায়৷ চূড়ান্ত অনিশ্চয়তার মুখে কয়েকশো পরীক্ষার্থীর ভবিষ্যৎ৷ প্রশ্নের মুখে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা৷ ইতিমধ্যেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে উত্তরপত্র গায়েব হওয়ার ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে৷ তদন্ত শুরু করেছে পুলিশ৷ তবে, এখনও মেলেনি উত্তরপত্রের খোঁজ৷ গৌড়বঙ্গ

ইংরেজবাজার: বিশ্ববিদ্যালয় থেকে উধাও পরীক্ষার্থীদের উত্তরপত্র৷ প্রথম সেমিস্টার উত্তরপত্র গায়েব হয়ে যাওয়ায় থমকে ফলাফল৷ নেওয়া যাচ্ছে না দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায়৷ চূড়ান্ত অনিশ্চয়তার মুখে কয়েকশো পরীক্ষার্থীর ভবিষ্যৎ৷ প্রশ্নের মুখে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা৷

ইতিমধ্যেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে উত্তরপত্র গায়েব হওয়ার ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে৷ তদন্ত শুরু করেছে পুলিশ৷ তবে, এখনও মেলেনি উত্তরপত্রের খোঁজ৷ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় পরীক্ষার উত্তরপত্র উধাও হওয়ার ঘটনায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বটানি বিভাগের বিভাগীয় প্রধানকে শোকজ করা হয়েছে৷ জানা গিয়েছে, বিএসসি বটানির প্রথম সেমিস্টারের খাতা গায়েব হয়ে গিয়েছে৷ আর জেরে বন্ধ পরীক্ষার ফলাফল৷ আটকে রয়েছে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা৷

বিশ্ববিদ্যালয় থেকে উধাও উত্তরপত্র, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি কর্তৃপক্ষের

পরীক্ষার উত্তরপত্র উধাও হওয়ার ঘটনায় বিভাগীয় প্রধান অধ্যাপকের উপর দায় চাপিয়েছেন৷ পরীক্ষা নিয়ামক দায় চাপিয়েছেন বিভাগীয় প্রধানের উপর৷ খোতা খুঁজতে ইতিমধ্যেই জরুরি বৈঠক ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ ইতিমধ্যেই উত্তরপত্র হারিয়ে যাওয়ার ঘটনা নিয়ে দায় এড়ানোর কৌশল নিয়েছে বিভাগীয় প্রধান৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে চলেছে৷

বিভাগীয় প্রধান জানাচ্ছেন, একজন অধ্যাপকের কাছে তিনি খাতাগুলি দিয়েছিলেন৷ কিন্তু সেই অধ্যাপক ও বিভাগীয় প্রধানকে উত্তরপত্র জমা করাননি৷ পরীক্ষার নিয়ম বলছেন তাঁরা এখনও পর্যন্ত বেশ কয়েকটি এর উত্তরপত্র পাননি৷ ফলে এই নিয়ে শুরু হয়েছে চাপানউতোর৷ গোটা ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন শুরু করেছেন পরীক্ষার্থীরা৷ পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে কি খেলা করছে কর্তৃপক্ষ? প্রশ্ন তুলছেন পরীক্ষার্থীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 11 =