কলকাতা: ছড়ার মাধ্যমে শিশুদের বর্ণ চেনা সে আর নতুন কি? কিন্তু সেই বর্ণ দিয়ে তৈরি ছড়ার মাধ্যমে খুদে পড়ুয়াদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ভাবনা বাংলা মাধ্যমে পড়ুয়াদের কাছে যে বেশ ব্যাতিক্রমী ও নতুনত্ব বলাই যায়৷ ইদানীং শিশু শিক্ষার ওপর বিশেষ যত্নশীল রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ শিক্ষাকে বহুমুখী ও আনন্দদায়ক করে তুলতে কোনো খামতি রাখতে চাইছে না পর্ষদ৷ সেক্ষেত্রে পাঠ্যসূচিতেও পরিবর্তন আনার নানান পরিকল্পনা চলছে৷
সেই সূত্রে নতুন শিক্ষা বর্ষের পাঠ্যপুস্তকে রাখা হচ্ছে বর্ণের মাধ্যমেই স্বাস্থ্য সচেতনতার ছড়া ৷ চতুর্থ শ্রেণীর শরীর ও স্বাস্থ্য বইয়ের পাঠ্যসূচিতে থাকবে স্বাস্থ্য সচেতনতার এই অ আ ক খ৷ সেখানে দু-এক লাইনের ছড়া ও ছবির মাধ্যমে স্বাস্থ্য সচেতনতার নানান দিকগুলো শিশুমনোগ্রাহী করে তুলে ধরা হয়েছে৷ সেখানে দেখানো হয়েছে- অ-এ অসুখ, আর অসুখ কি সেটা বোঝাতে লেখা আছে-অসুখ বড় বিচ্ছিরি ভাই, অসুখকে তাই এড়াতে চাই৷ ই- এ ইঞ্জেকশন ব্যবহারের পর ঠিক কি কি করতে হবে৷ উ-এ উচ্চ রক্তচাপে নুন কতটা ক্ষতিকর৷ আবার রক্তাল্পতা থেকে কি ধরনের সমস্যা দেখা দিতে পারে তাও উল্লেখ করা আছে 'র' দিয়ে৷ দাঁতের ব্যথায় লবঙ্গ তেলের উপকারিতা বোঝানো হয়েছে 'ল' দিয়ে৷
ঈ- এ ঈষৎ আলোয় পড়াশোনা করলে চোখের পক্ষে ক্ষতিকর৷ ‘ক’ দিয়ে কৃমি থেকে মুক্তি পেতে কি কি করনীয়, যেমন, খাবার খাওয়ার আগে ভালো করে হাত ধুয়ে নিতে হবে৷ 'হ' দিয়ে বোঝানো হয়েছে, হাঁচি-কাশি থেকে কিভাবে রোগ ছড়ায়, এর জন্য রুমাল দিয়ে মুখ ঢাকতে হয়৷
‘জ’ দিয়ে বোঝানো হয়েছে জিভে ময়লা জমলে কি ধরনের রোগ হতে পারে৷ আরো আছে, কুষ্ঠ রোগ হলে অযথা ভয় পাওয়ার কারণ নেই সঠিক চিকিৎসায় এই রোগ সারানো সম্ভব৷ নোংরা জামাকাপড় থেকে কিভাবে অসুখ হয়৷ টাটকা ফলের উপকারিতা, তেলেভাজা, বাসি খাবারের অপকারিতা৷
মশারী টাঙানোর উপকারিতা৷ পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কি কি করা উচিত তার ব্যাখ্যা করা হয়েছে এই পাঠ্য সূচিতে৷ অর্থাৎ, ছোট থেকেই সাধারণ রোগ ব্যাধি সম্পর্কে একটা সম্যক ধারনা তৈরির পাশাপাশি স্বাস্থ্যসচেতনতায় পরিবেশ পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তা, সমস্ত কিছুই ছড়া ও ছবির মাধ্যমে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে৷ পাঠ্যসূচিতে এই ধরনের বিষয়গুলি সহজ-সরলভাবে ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরার অভিনব প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক মহল৷