কলকাতা: রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতির জেরে চলতি বছরের প্রস্তাবিত মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ কি, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে৷ পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার জেরে শিক্ষাসচিব মণীশ জৈন গতকাল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন৷
সূত্রের খবর, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও টেলিফোনে তাঁদের সঙ্গে কথা বলেন৷ এরপর পর্ষদের তরফে পরীক্ষার প্রস্তুতি বর্তমানে কি অবস্থায় আছে তার বিস্তারিত রিপোর্ট তৈরি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে৷ পরীক্ষা না হলে কীভাবে ছাত্র-ছাত্রীদের বিকল্প পদ্ধতিতে নম্বর দেওয়া হবে রিপোর্টে সেই বিষয়টিও উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর৷ সব দিক খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন৷ উল্লেখ্য সূচি অনুযায়ী আগামী পয়লা জুন থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা৷ এই বছর প্রায় ১৩ লক্ষ ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় বসবেন৷