শিক্ষকরা পাওনা চান, কিন্তু দায়িত্ব নেন না: শিক্ষামন্ত্রী

কলকাতা: পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বৈঠক মঞ্চ থেকে শিক্ষকদের বার্তা দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ নজরুল মঞ্চে থেকে শিক্ষামন্ত্রীর দাবি, ‘‘আপনারা বেতন বৃদ্ধির কথা বলছেন৷ কিন্তু, নিজেদের দায়িত্ব বোধ থাকা উচিত৷ কারণ, ছাত্র-ছাত্রীরা না থাকলে কোনও গুরুত্ব নেই৷ কারণ শিক্ষকদের প্রধান কাজ শিক্ষা দেওয়া৷’’ কটাক্ষ করে বলেন, ‘‘লোক বলছে শিক্ষকরা বেতন বাড়ানোর জন্য রাস্তায় বসে

df8dd77895a7129fbf77c1e033a5bea1

শিক্ষকরা পাওনা চান, কিন্তু দায়িত্ব নেন না: শিক্ষামন্ত্রী

কলকাতা: পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বৈঠক মঞ্চ থেকে শিক্ষকদের বার্তা দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ নজরুল মঞ্চে থেকে শিক্ষামন্ত্রীর দাবি, ‘‘আপনারা বেতন বৃদ্ধির কথা বলছেন৷ কিন্তু, নিজেদের দায়িত্ব বোধ থাকা উচিত৷ কারণ, ছাত্র-ছাত্রীরা না থাকলে কোনও গুরুত্ব নেই৷ কারণ শিক্ষকদের প্রধান কাজ শিক্ষা দেওয়া৷’’

কটাক্ষ করে বলেন, ‘‘লোক বলছে শিক্ষকরা বেতন বাড়ানোর জন্য রাস্তায় বসে আছে৷ কিন্তু, শিক্ষার উন্নয়নের জন্য কেন আপনারা আন্দোলন করছেন না ?’’ জানান, এই মুহূর্তে শিক্ষকরা মাস পয়লা বেতন পান৷ কেন আপনারা এটা নিয়ে কিছু বলছেন না? বলেন, শিক্ষকরা পাওনা চান, কিন্তু দায়িত্ব নেন না৷ আপনারা দায়িত্ব দিন, পাওনাও কেন চাইবেন না কেন? আপনাদেরও এগিয়ে আসবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *