স্কুলে ৫৯ দিনের গরমের ছুটির প্রতিবাদে শিক্ষকদের বিক্ষোভ

আজ বিকেল: এবারে স্কুলে গরমের ছুটিক কেন্দ্র করে শিক্ষা দপ্তরের সিদ্ধান্তে ছাত্র, শিক্ষক, অভিভাবকদরে সম্মিলিত ক্ষোভ মাত্রা ছাড়া হয়ে উঠেছে। শিক্ষক শিক্ষাকর্মীদের ঐক্যমঞ্চের তরফে শিক্ষামন্ত্রীকে ইমেলের মাধ্যমে প্রতিবাদের আহ্বান উঠেছে তাও বেশ কয়েকদিন হয়ে গেল। এবার শুরু বিক্ষোভ কর্মসূচির পালা। শিক্ষা দপ্তরের একটানা ৫৯ দিনের ছুটির সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবিতে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির

352c7371bc3132c26d46a536f2159a40

স্কুলে ৫৯ দিনের গরমের ছুটির প্রতিবাদে শিক্ষকদের বিক্ষোভ

আজ বিকেল: এবারে স্কুলে গরমের ছুটিক  কেন্দ্র করে শিক্ষা দপ্তরের সিদ্ধান্তে ছাত্র, শিক্ষক, অভিভাবকদরে সম্মিলিত ক্ষোভ মাত্রা ছাড়া হয়ে উঠেছে। শিক্ষক শিক্ষাকর্মীদের ঐক্যমঞ্চের তরফে শিক্ষামন্ত্রীকে ইমেলের মাধ্যমে প্রতিবাদের আহ্বান উঠেছে তাও বেশ কয়েকদিন হয়ে গেল। এবার শুরু বিক্ষোভ কর্মসূচির পালা।

শিক্ষা দপ্তরের একটানা ৫৯ দিনের ছুটির সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবিতে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির ডাকে  জেলায় জেলায় বিদ্যালয় দর্শক দপ্তর গুলিতে বিক্ষোভ কর্মসূচি পালন হল। কোচবিহার, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর , নদিয়া,পশ্চিম মেদিনীপুরের ডি আই-কে ডেপুটেশন দেওয়া হয়। বুধবারও একই দাবিতে কলকাতা ও উত্তর দিনাজপুরের ডিআইয়ের কাছে ডেপুটেশন জমা করেছে শিক্ষকমহল। এদিন মাধ্যমিক শিক্ষকও শিক্ষাকর্মী সমিতি দক্ষিণ ২৪ পরগণা জেলা কমিটির পক্ষ থেকে জেলার ডি আই অনিন্দ্য কুমার চট্টোপাধ্যায় এর মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে ছুটির সার্কুলার বাতিলের দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।

এই প্রসঙ্গে ডি আই বলেন, আপনারা শিক্ষকদের তরফ থেকে স্কুল খোলার দাবি রেখেছেন, এজন্য ধন্যবাদ জানাই। স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার কে এই স্মারকলিপি ফরওয়ার্ড করে দেব।  ঐক্যমঞ্চের জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন , “আমরা জেলা বিদ্যালয় পরিদর্শক এর মাধ্যমে শিক্ষা মন্ত্রীকে ছুটি প্রত্যাহারের দাবিতে ডেপুটেশন দিয়েছি। শিক্ষায় বেসরকারিকরণ করার যে চক্রান্ত এবং বিশেষ করে শিক্ষার্থীদের বঞ্চিত করার যে চক্রান্ত তা প্রতিরোধে সরকার অবিলম্বে যদি কোনও পদক্ষেপ না গ্রহণ করে, তবে আমরা ভবিষ্যতে ছাত্র-শিক্ষক-অবিভাবকের নিয়ে বৃহত্তম আন্দোলনে যাব।” এদিন ডেপুটেশনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা সভাপতি পঞ্চানন ময়রা, জেলা সম্পাদক অনিমেষ হালদার সমিতির বার্তা সহ-সম্পাদক কানাইলাল দাস, জেলা সহ সম্পাদক বামদেন হালদার, মহকুমা সম্পাদক পুলক বসু ও ঝন্টু মাইতি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *