কলকাতা: আধুনিক জীবন যাপনের সৌজন্যে শহরাঞ্চলের বাতাসে বাড়ছে বিষ৷ বাড়ছে বায়ু দূষণ৷ এই দূষণের থেকে অনায়াসে মুক্তি পেতে নয়া কৌশল রাজ্যের শিক্ষা দফতরের৷ রাজ্যের শিক্ষা দফতর, গ্রিন ট্রাইবুন্যালের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, দূষণ এবং যানজট এড়াতে এখন থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে বিদ্যালয়ে আসা যাবে না৷ কলকাতার ২৬ টি নামকরা বিদ্যালয়ে এই নির্দেশিকা পাঠানো হয়েছে৷
এই বিদ্যালয়গুলির মধ্যে রয়েছে কলকাতার লা মার্টিনিয়ার স্কুল, ডন বস্কো পার্কসার্কাস, বিড়লা হাই স্কুল, সেন্ট জেমস, প্র্যাট মেমোরিয়াল, মডার্ন হাই স্কুল, সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল ইত্যাদি৷
আপাতত এই কয়টি বিদ্যালয়ে নির্দেশিকা পাঠানো হলেও তালিকায় রয়েছে এখন বেশকয়েকটি বিদ্যালয়৷ নতুন শিক্ষাবর্ষ থেকে শিক্ষা দফতরের এই নির্দেশিকা কার্যকর করার কথা বলা হয়েছে৷ তবে তার আগে বিদ্যালয়গুলিকে অভিভাবকদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় আলোচনা করাও পরামর্শ দেওয়া হয়েছে৷
এই নির্দেশিকায় বিশেষ কিছু জরুরি অবস্থার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে৷ বিদ্যালয়গুলিকে বাস চালু করার কথা বলা হয়েছে৷ এতে করে একটি রুটের যানে একাধিক পড়ুয়া যাতায়াত করতে পারবে৷ এরফলে ওই রুটে একটা নির্দিষ্ট সময়ে গাড়ির সংখ্যা যেমন কমবে তেমনি কম হবে দূষণের মাত্রা৷ বিদ্যালয়গুলি বাস না পুলকার কোনটা চালু করবে সেটা নির্ভর করবে অভিভাবকরা কোন যানকে প্রাধান্য দিচ্ছে তার ওপর৷