পড়ুয়াদের শৈশব ফেরাতে পথে নামলেন শিক্ষকরা

বারাসত: প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সমাধান৷ তবে ভুরি ভুরি আশ্বাসও মিলেছে৷ কিন্তু আশ্বাস মিললেও প্রাথমিক পড়ুয়াদের শৈশব বাঁচাতে এবার অর্থ-সংগ্রহে নেমে পড়লেন স্কুলের শিক্ষক৷ স্কুলের খেলার মাঠ নির্মাণের জন্য স্কুলের পড়ুয়াদের নিয়েই অর্থ সংগ্রহ অভিযানের নামলেন গাইঘাটার কায়াপির আব্দুর সোবাহান মাধ্যমিক স্কুলের শিক্ষকরা৷ প্রশাসনের তরফে বারবার দরবার করেও স্কুলের জন্য একটি খেলার মাঠের বন্দোবস্ত করা

পড়ুয়াদের শৈশব ফেরাতে পথে নামলেন শিক্ষকরা

বারাসত: প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সমাধান৷ তবে ভুরি ভুরি আশ্বাসও মিলেছে৷ কিন্তু আশ্বাস মিললেও প্রাথমিক পড়ুয়াদের শৈশব বাঁচাতে এবার অর্থ-সংগ্রহে নেমে পড়লেন স্কুলের শিক্ষক৷

পড়ুয়াদের শৈশব ফেরাতে পথে নামলেন শিক্ষকরা

স্কুলের খেলার মাঠ নির্মাণের জন্য স্কুলের পড়ুয়াদের নিয়েই অর্থ সংগ্রহ অভিযানের নামলেন গাইঘাটার কায়াপির আব্দুর সোবাহান মাধ্যমিক স্কুলের শিক্ষকরা৷ প্রশাসনের তরফে বারবার দরবার করেও স্কুলের জন্য একটি খেলার মাঠের বন্দোবস্ত করা যায়নি৷ আর এই বঞ্চনার থেকেই এবার পড়ুয়াদের শৈশব ফিরিয়ে দেওয়ার উদ্যোগ স্কুল কর্তৃপক্ষের৷

পড়ুয়াদের শৈশব ফেরাতে পথে নামলেন শিক্ষকরা

স্থানীয় এলাকায় ঘুরে ঘুরে অর্থ সংগ্রহের কাজে নামলেন পড়ুয়া থেকে স্কুলের শিক্ষকরা৷ সেই অর্থ দিয়ে পাশের একটি জমি কিনে খেলার মাঠ বানাতে চান স্কুল কর্তৃপক্ষ৷ অর্থ সংগ্রহ অভিযানে নেমে এখনও পর্যন্ত স্বেচ্ছায় ১৬০০ টাকা সংগ্রহ করা গিয়েছে বলে জানিয়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষক মৃদুল মণ্ডল৷ প্রধান শিক্ষকের আশা দিয়ে ধীরে এই অর্থ জমিয়ে ও শিক্ষকরা কিছু অর্থ সাহায্য করে কোন ক্রমে যদি লাখ খানেক টাকা জোগাড় করা যায় তাহলে কিছু জমি কেনা যেতে পারে৷ আর সেই কেনা জমিতে গড়ে উঠবে পড়ুয়াদের খেলার মাঠ৷ আর খেলার মাঠ ফিরে পেলেই ফিরবে পড়ুয়াদের শৈশব৷ মত স্কুল কর্তৃপক্ষের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =