দক্ষিণ ২৪ পরগনা: পড়াশুনার খুবই ইচ্ছে ছিল। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি গাজি জালালউদ্দিনের। পরিবারের আর্থিক অনটন গ্রামের নিরাপদ ঘেরাটোপ, স্কুলের চৌকাঠ ছাড়তে বাধ্য করল তাঁকে। এদিক ওদিক ঘুরে ফুটপাতে রাত কাটিয়ে শেষে হয়ে গেলেন কলকাতা শহরের ট্যাক্সি চালক।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম-শহরের রাস্তায় রাস্তায় সওয়ারি নিয়ে পৌঁছে দেওয়ার ফাঁকে ফের সেই স্বপ্ন ঘুরে এল মাথায়। গরিব পড়ুয়াদের জন্য স্কুল গড়ে তুলবেন। শুরু হল ভিক্ষা। কখনও যাত্রীদের কাছে হাত পেতে কখনও ট্যাক্সি দাঁড় করিয়ে অফিস বাবুদের কাছে পয়সা তুলে সুন্দরবনে তৈরি করলেন একটি নয়, তিনটে স্কুল। এরমধ্যে একটি অনাথদের, একটি ফ্রি প্রাইমারি ও একটি আবাসিক। এজন্য নিজের পৈতৃক ভিটের জায়গাও ছেড়েছেন। তাঁর এই কাজের স্বীকৃতি হিসেবে চলতি বছরে ডাক পেলেন কৌন বনেগা ক্রোড়পতির হটসিটে বসার। তাঁর সামনে বিগবি অমিতাভ বচ্চন। শুধু তাই নয়, তাঁর হয়ে যাবতীয় প্রশ্নের উত্তর দিয়ে ২৫ লাখ টাকা পাইয়ে দিলেন অভিনেতা ও পরিচালক আমির খান।