সংলাপ নিয়ে আপত্তি, সইফের ওয়েব সিরিজ ‘তাণ্ডব’ বয়কটের ডাক নেটিজেনদের

মুম্বই: মুক্তির দোরগোড়ায় বিতর্কে জড়াল ওয়েব সিরিজ 'তাণ্ডব'। শুক্রবার আমাজন প্রাইম ভিডিওয় ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছে। আর তারপর থেকে প্রশংসার চেয়ে বিতর্কটাই দানা বেঁধেছে বেশি। নেটিজেনদের অনেকেই সিরিজ বয়কটের ডাক দিয়েছেন। সিরিজের বিরুদ্ধে হিন্দু ধর্ম এবং শিবকে অপমান করার অভিযোগ উঠেছে।

00c2d58283f04e794b7989821678930c

মুম্বই: মুক্তির দোরগোড়ায় বিতর্কে জড়াল ওয়েব সিরিজ ‘তাণ্ডব’। শুক্রবার আমাজন প্রাইম ভিডিওয় ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছে। আর তারপর থেকে প্রশংসার চেয়ে বিতর্কটাই দানা বেঁধেছে বেশি। নেটিজেনদের অনেকেই সিরিজ বয়কটের ডাক দিয়েছেন। সিরিজের বিরুদ্ধে হিন্দু ধর্ম এবং শিবকে অপমান করার অভিযোগ উঠেছে।

‘তাণ্ডব’-এর প্রেক্ষেপাট রাজনৈতিক ক্ষমতা ও ক্ষমতা পাওয়ার কৃটনীতি। সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান ও ডিম্পল কাপাডিয়া। সইফকে সমর প্রতাপ সিংয়ের চরিত্রে দেখা যাবে। অন্যদিকে আর এক গুরুত্বপূর্ণ চরিত্র অনুরাধা কিশোরের ভূমিকায় অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া। এই দুই দুঁদে অভিনেতা ছাড়াও রয়েছেন জিশান আইয়ুব। তিনি শিবা শেখরের চরিত্রে অভিনয় করছেন। তাঁরই অভিনীত একটি দৃশ্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ‘তাণ্ডব’-এ একটি দৃশ্য রয়েছে যেখানে একটি কলেজ ক্যাম্পাসে জিশান আইয়ুবকে দেখা যায়। সেখানে একটি চরিত্র বলে, রামের ফলোয়ার্স বেড়ে যাচ্ছে। শিবের কিছু করা উচিত। এছাড়া শিবের চরিত্রে জিশান অকথ্য ভাষা ব্যবহার করেন। এছাড়া ‘আজাদি’ নিয়েও বিদ্রুপ করার অভিযোগ উঠেছে ‘তাণ্ডব’ ওয়েব সিরিজের বিরুদ্ধে।

এই সব কিছু মিলিয়ে ‘তাণ্ডব’ নিয়ে ,মালোচনা চলছে নেটদুনিয়ায়। টুইটারে ‘ব্যান তাণ্ডব নাও’ হ্যাশট্যাগ বর্তমানে ট্রেন্ডিং। তবে ওয়েব সিরিজ মোটের উপর কেমন হয়েছে তা নিয়ে এখনও কিছু স্বচ্ছ্ব ধারণা তৈরি হয়নি। কারণ এখনও ওয়েব সিরিজ দেখে দর্শক প্রতিক্রিয়া দিতে শুরু করেনি। এই ওয়েব সিরিজে মোট ৯টি এপিসোড রয়েছে। অভিনয় করেছেন সইফ আলি খান, ডিম্পল কাপাডিয়া, জিশান আইয়ুব, তিঘমাংশু ধুলিয়া, কুমুদ মিশ্র, সুনীল গ্রোভার, কৃতিকা কামরা, সারা জেন ডিয়াস, ভাবনা চৌধুরী, অনুপ সোনি, সন্ধ্যা মৃদুল ও দিনো মোরিয়া। ওয়েব সিরিজের কিছু দৃশ্যের শুটিং হয়েছে পাতৌদি প্যালেসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *