বাংলায় জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার দারুণ সুযোগ, অনলাইন কোর্স নিয়ে এল ‘স্বয়ম’

কলকাতা: তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গোয়েজের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে৷ এর সাহায্যে যেন বহু কাজ এখন সহজ হয়ে গিয়েছে, তেমনই হচ্ছে সময়ের সাশ্রয়৷ এ…

java

কলকাতা: তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গোয়েজের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে৷ এর সাহায্যে যেন বহু কাজ এখন সহজ হয়ে গিয়েছে, তেমনই হচ্ছে সময়ের সাশ্রয়৷ এ রকমই একটি বহুলব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গোয়েজের নাম জাভা। বিভিন্ন প্রতিষ্ঠানে এই প্রোগ্রামিং ল্যাঙ্গোয়েজের পাঠ দেওয়া হয়৷ স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি কোর্সের ব্যবস্থা রয়েছে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই কোর্সের বিষয়বস্তুই পড়ানো হয় ইংরেজিতে। যা সকলের পক্ষে বোঝা সম্ভব হয় না৷ এ বার রাজ্যের সকল ছাত্রছাত্রীর জন্য বাংলা ভাষায় জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গোয়েজটি শেখার সুযোগ করে দিচ্ছে সরকারি পোর্টাল— ‘স্বয়ম’। অনলাইন পোর্টালের মাধ্যমে বাড়িতে বসেই শিখে নিতে পারবেন এই প্রোগ্রামিং-এর খুঁটিনাটি৷

 

স্নাতক এবং স্নাতকোত্তরের পড়ুয়ারা এই কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন। ভর্তির জন্য আগ্রহীদের ‘স্বয়ম’-এর পোর্টালে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে৷ আগ্রহীরা নিজেদের সুবিধামতো সময়ে কোর্সের বিষয়বস্তু সম্পর্কে জেনে নিতে পারবেন। এর জন্য মোট ৪৩টি অডিয়ো-ভিডিয়ো স্পোকেন টিউটোরিয়াল ক্লাস করানো হবে৷