শিক্ষককে সাসপেনশন, ডিআই অফিসে শিক্ষক বিদ্রোহ

রায়গঞ্জের কর্ণজোড়া ডিআই অফিসের সামনে প্রাথমিক শিক্ষকরা বিক্ষোভ৷ সুভাষগঞ্জের ঘোষপাড়া স্কুলের প্রধান শিক্ষক অধিকারীর বিরুদ্ধে রায়গঞ্জ দক্ষিণ সার্কালের মহিলা এসআইয়ের দায়ের করা মামলা ও শাস্তি প্রত্যাহের দাবিতে বিক্ষোভ শিক্ষকদের৷ শিক্ষকদের অভিযোগ, আগে থেকেই জেলা বিদ্যালয় পরিদর্শকের দেখা করার অনুমতি চাওয়া হলেও শুক্রবার তিনি ছিলেন গরহাজির৷ নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটির এই

শিক্ষককে সাসপেনশন, ডিআই অফিসে শিক্ষক বিদ্রোহ

রায়গঞ্জের কর্ণজোড়া ডিআই অফিসের সামনে প্রাথমিক শিক্ষকরা বিক্ষোভ৷ সুভাষগঞ্জের ঘোষপাড়া স্কুলের প্রধান শিক্ষক অধিকারীর বিরুদ্ধে রায়গঞ্জ দক্ষিণ সার্কালের মহিলা এসআইয়ের দায়ের করা মামলা ও শাস্তি প্রত্যাহের দাবিতে বিক্ষোভ শিক্ষকদের৷

শিক্ষকদের অভিযোগ, আগে থেকেই জেলা বিদ্যালয় পরিদর্শকের দেখা করার অনুমতি চাওয়া হলেও শুক্রবার তিনি ছিলেন গরহাজির৷ নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটির এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি ডাকে৷ সংগঠনের জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, ১৫ দিন আগে এক মঙ্গলবার রায়গঞ্জের সদর বিদ্যালয় পরিদর্শকের অফিসে গিয়েছিলেন সুভাষগঞ্জ ঘোষপাড়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক-সহ শিক্ষকদের প্রতিনিধি দল৷ অভিযোগ, রায়গঞ্জ দক্ষিণ সার্কালের মহিলা এসআই নাসরিন পারভেজের সাধারণ শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করেন৷ দপ্তর থেকে শিক্ষকদের বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় বলেও অভিযোগ৷  শিক্ষকদের অহেতুক হয়রানি করে থাকেন বলেও অভিযোগ শিক্ষকদের৷ এই দুদিন বাদে শিক্ষক শান্তনু অধিকারীরের বিরুদ্ধে থানায় এজাহার করেন এসআই৷ পুলিশ গ্রেপ্তার করে প্রধান শিক্ষককে জেলে আটকে রাখতে না পরলেও ওই শিক্ষককে সাসপেনশন নোটিস পাঠানো হয়৷ এই ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে বলেও অভিযোগ তোলে এবিটিএ৷ এই ঘটনার তীব্র নিন্দা করেন তিনি আরও বলেন, এবিটিএ দায়িত্বশীল সংগঠন৷ স্কুলের মিড ডে মিলের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে৷ শুক্রবার ডিআই অফিসে অনুপস্থিত থাকলেও সোমবার ফের অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালানো হবে৷ আমরা চাই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে সাসপেনশন তুলে নেওয়া হোক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *