পড়ুয়াদের আবেদন গ্রহণ হল না! স্কুল খোলা প্রসঙ্গে নির্দেশ দেবে না আদালত

পড়ুয়াদের আবেদন গ্রহণ হল না! স্কুল খোলা প্রসঙ্গে নির্দেশ দেবে না আদালত

0feaf4c2ad9cb9aae9f66ea5e14d12c7

নয়াদিল্লি: করোনাভাইরাস পরিস্থিতির জন্য গত বছরের মার্চ মাস থেকেই বন্ধ দেশের এবং রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। প্রথম ঢেউয়ের পর দ্বিতীয় ঢেউ এসে গিয়েছে, এখন আবার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, তাই স্কুল কলেজ কবে খুলবে সেই ব্যাপারে এখনও পরিষ্কার কিছুই বলা সম্ভব হচ্ছে না সরকারের তরফে। কিন্তু দেশের শীর্ষ আদালতের পড়ুয়াদের আবেদন ছিল যে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে স্কুল খোলার ব্যাপারে নির্দেশ দিক আদালত। কিন্তু স্কুল খোলা নিয়ে নির্দেশ দিতে নারাজ সুপ্রিম কোর্ট। 

আরও পড়ুন- আম্পান তদন্ত রিপোর্ট ‘আইওয়াশ’! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন? প্রশ্ন হাইকোর্টের

পড়ুয়াদের আবেদন ছিল যাতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারকে নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। কিন্তু এই ব্যাপারে সুপ্রিম কোর্টের বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপার রাজ্যের এক্তিয়ারভুক্ত তাই এই ব্যাপারে আদালত কোনও নির্দেশ দিতে পারবে না। এই বিষয় নিয়ে কেন্দ্র এবং রাজ্যের দুই তরফের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই বিষয়ে আরও জানানো হয়েছে, একাধিক দেশে এই পরিস্থিতিতে স্কুল খোলার পর পরিস্থিতি কেমন হয়েছে তা ইতিমধ্যেই সকলে জানে। তাই এই বিষয়টির জটিলতার জন্য সরকারের ওপর সিদ্ধান্তের ব্যাপারটি ছেড়ে দেওয়াই ভালো। এমনই মনে করছে দেশের শীর্ষ আদালত। তাই তাদের স্পষ্ট বক্তব্য, এই ব্যাপারে কেন্দ্র এবং রাজ্য ছাড়াও সিদ্ধান্ত নেবে স্কুল কর্তৃপক্ষ। তাই পড়ুয়াদের যে আবেদন ছিল তা খারিজ করে দিয়েছে ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। 

আরও পড়ুন- সিবিআই হাজিরা এড়ালেন মানস, ‘দোষ চাপালেন’ বৃষ্টির ঘাড়ে

করোনাভাইরাস দ্বিতীয় ঢেউ আপাতত নিয়ন্ত্রণে চলে এলেও এখন তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে ব্যাপক ভাবে। আগামী কয়েক সপ্তাহ যে ঝুঁকিপূর্ণ হতে চলেছে তার তিনদিন আগে থেকেই দিয়ে দিয়েছেন চিকিৎসক এবং গবেষকরা। এর মাঝে দেশের কয়েকটি রাজ্য স্কুল খোলার প্রক্রিয়া শুরু করেছিল কিন্তু তারপরেই অনেক পড়ুয়ার ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। তাই আপাতত এই ব্যাপারে কোন ঝুঁকি নিতে চাইছে না দেশের শীর্ষ আদালত। যদিও আগামী কয়েক সপ্তাহ পর পরিস্থিতি অনুযায়ী এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে। সে ক্ষেত্রে নভেম্বর মাসে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে বলে একটা জল্পনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *