কবে হবে দ্বাদশের ফল প্রকাশ? রাজ্যের বোর্ডগুলিকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

কবে হবে দ্বাদশের ফল প্রকাশ? রাজ্যের বোর্ডগুলিকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: দ্বাদশ শ্রেণীর ফলপ্রকাশ নিয়ে সব রাজ্যের বোর্ডগুলিকে কড়া নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। স্পষ্ট জানানো হল, ৩১ জুলাইয়ের মধ্যে রাজ্যের বোর্ডগুলিকে পরীক্ষার ফল প্রকাশ করতে হবে এবং আগামী ১০ দিনের মধ্যে কী ভাবে পড়ুয়াদের মূল্যায়ন করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এদিন এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও সব রাজ্যের মূল্যায়ন পদ্ধতি এক হবে, এমন কোনো নির্দেশ দেয়নি দেশের সর্বোচ্চ আদালত।

সুপ্রিম কোর্ট জানাচ্ছে, গোটা দেশে একই নিয়মে পরীক্ষার মূল্যায়ন করা সম্ভব নয় তাই সব রাজ্যগুলিকে একই পদ্ধতিতে বা একই নিয়ম মেনে মূল্যায়ন করতে হবে এমন কোনো নির্দেশ দেওয়া হচ্ছে না। বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা বোর্ডের ক্ষেত্রে নির্দিষ্ট মূল্যায়ন পদ্ধতি যেহেতু ঠিক করা সম্ভব নয় তাই সব রাজ্যের বোর্ডগুলি নিজেদের নিয়ম অনুযায়ী মূল্যায়ন পদ্ধতি নির্ধারিত করতে পারবে। তবে সব রাজ্যের বোর্ডকেই আগামী ১০ দিনের মধ্যে মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করে ফেলতে হবে। 

আরও পড়ুন- তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানিতে অন্ধকারে কুমোরটুলি, আশার আলো মায়ের বিদেশ যাত্রা

প্রসঙ্গত, গত ১ জুন দ্বাদশ পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়৷ এর পরেই পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি জানতে চেয়ে সিবিএসই-কে ২ সপ্তাহ সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ এই উদ্দেশে গঠিত হয় ১২ সদ্যের একটি কমিটি৷ ওই কমিটি জানায়, দ্বাদশের মূল্যায়নের ক্ষেত্রে দশম থেকে দ্বাদশ পর্যন্ত প্রতিটি স্তরের নম্বরের ভিত্তিতে মূল্যায়ন হবে৷ দশম শ্রেণিতে ৩০ শতাংশ ওয়েটেজ৷ এক্ষেত্রে সেরা তিনতি বিষয়ের নম্বর গ্রহণ করা হবে৷ একাদশ থেকে ৪০ শতাংশ ওয়েটেজ এবং দেখা হবে দ্বাদশ শ্রেণির পারফরমেন্স৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − ten =