নিটে ‘বাড়তি নম্বর’ কেন? ব্যাখ্যা চেয়ে এনটিএকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-এ বাড়তি নম্বর  বা গ্রেস মার্কস দেওয়া হল কেন? একটা মামলার ভিত্তিতে পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র কাছে এই…

কলকাতা: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-এ বাড়তি নম্বর  বা গ্রেস মার্কস দেওয়া হল কেন? একটা মামলার ভিত্তিতে পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র কাছে এই প্রশ্নের জবাব চেয়ে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। ৮ জুলাইয়ের মধ্যে এই নোটিসের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷

নিটে দুর্নীতি এবং বাড়তি নম্বরের প্রাসঙ্গিকতা কোথায়, সেই প্রশ্ন তুলে  সুপ্রিম কোর্টে মামলা করেছে একটি ‘লার্নিং অ্যাপ’৷ মামলাকারীর দাবি, ১৫০০ জন পরীক্ষার্থীকে গ্রেস মার্ক দেওয়ায় পরীক্ষার্থীদের র‌্যাঙ্কিংয়ের উপর প্রভাব পড়েছে। শুধু তাই-ই নয়, পরীক্ষার স্বচ্ছতা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। মামলাকারীর আরও অভিযোগ, পরীক্ষায় সময় যে ওএমআর শিট দেওয়া হয়েছিল, অনেক পরীক্ষার্থীই সেটা পাননি। ওএমআর শিট সংক্রান্ত বিষয়েও এনটিএর কাছে জবাবতলব করেছে শীর্ষ আদালত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *