কলকাতা: অত্যাধিক গরম ও তাপপ্রবাহ জনিত পরিস্থিতির দরুণ স্কুল পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে রাজ্য সরকার গরমের ছুটি এগিয়ে আনার প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করছে। রাজ্যের বিদ্যালয় শিক্ষা দফতর এই মর্মে ইতিমধ্যেই সরকারের কাছে প্রস্তাব দিয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। সরকারি ও সরকারি অনুমোদন প্রাপ্ত স্কুল গুলিতে আগামী ২৪ মে থেকে গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতির দরুন মে মাসের প্রথম সপ্তাহে একাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হওয়ার পরেই স্কুলগুলিতে গরমের ছুটি দিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে, আপাতত স্কুলগুলিতে সমস্ত শ্রেণীর জন্য মর্নিং ক্লাস শুরু করা যায় কিনা তা নিয়েও ভাবনা চিন্তা করা হচ্ছে বলে শিক্ষা দফতর সূত্রে খবর।
আরও পড়ুন- ১২ দিনের লড়াই শেষ, মৃত্যু হল ময়নাগুড়ির নির্যাতিতার
ইতিমধ্যেই ৪০ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় মহানগরী কলকাতা৷ আগামী কয়েক দিন পরিস্থিতি বদলের কোনও সম্ভাবনাও নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস৷ বৃহস্পতিবার পর্যন্ত এভাবেই নাকাল হতে হবে দক্ষিণবঙ্গের মানুষকে৷ রাজ্যের একাধিক জেলায় ২৫ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চলবে তাপপ্রবাহ পরিস্থিতি৷ এই অবস্থায় বিশেষজ্ঞরা বারবার বলছেন প্রয়োজন ছাড়া দুপুরের দিকে বেশি বাড়ি থেকে না বের হতে। যদিও বা বেরতে হয় তাহলে হালকা রংয়ের জামাকাপড় বেছে নিতে হবে৷ সবচেয়ে ভালো হবে সাদা জামা-কাপড় পরা গেলে৷ কিন্তু সব স্কুল ইউনিফর্ম যে সাদা হবে তার কোনও মানে নেই। আর শিশুদের ওপর এই গরমের প্রভাবে আরও মারাত্মক হতে পারে। তাই গরমের ছুটি এগিয়ে আনাই উচিত বলে মনে করছে বিশেষজ্ঞদের একাংশ।
উত্তর ২৪ পরগণায় ইতিমধ্যেই ৪০ ছুঁয়ে ফেলেছে পারদ৷ পশ্চিমের জেলাগুলি আগেই ৪০ ডিগ্রি পার করে ফেলেছে৷ আগামী কয়েক দিনে আরও নাকাল হতে হবে দক্ষিণবঙ্গের মানুষকে৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন সকাল ১১ টার পর থেকে কলকাতায় গরম হাওয়া বইবে৷ সাধারণত তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরলে তাপপ্রবাহের কথা বলা হয়ে থাকে৷ এক্ষেত্রে তাপমাত্রা ৪০ না পেরলেও গরম কমার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস৷